করুণাময় সিংহ, মালদা:  টোটোর সঙ্গে স্কুটির মুখোমুখি সংঘর্ষে (Scooter collision with Toto) মৃত্যু হল এক রেশন ডিলারের। বুধবার রাতে মালদা (Malda) মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই রেশন ডিলারের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুখারঞ্জন দাস (৪৮)। তাঁর বাড়ি বামনগোলা ব্লকের মহেশপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে , সাধারণতন্ত্র দিবস উপলক্ষে বুধবার বন্ধু-বান্ধবদের সঙ্গে মারুতি করে বামনগোলা ব্লকের মদনাবতীতে পিকনিক করতে গিয়েছিলেন সুখা রঞ্জন দাস। পিকনিক শেষে সন্ধ্যার সময় ওই মারুতিতে না ফিরে তিনি একটি স্কুটি করে বাড়িতে ফিরছিলেন। মহেশপুর গ্রামে বাড়ির কাছেই উল্টো দিক থেকে আসা একটি টোটোর সঙ্গে তার স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর জখম হন তিনি। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মোদিপুকুর হাসপাতালে ভর্তি করে। পরে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে।


উল্লেখ্য, গত বছরই এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন এক শিক্ষক। বাজার সেরে বাড়ি ফেরার পথে টোটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছিল ওই  স্কুল শিক্ষকের। আহত হয়েছিলেন আরো দুজন। মর্মান্তিক পথ দুর্ঘটনা গত বছর অগাস্টে ঘটেছিল মালদা জেলার বাগবাড়ি চন্দন পার্ক এলাকায়। মৃত স্কুল শিক্ষকের নাম পুলক মিশ্র। বয়স ৫৪ বছর। আহত হয়েছিলেন তাঁর শ্যালক অমিত তিওয়ারি। তাঁর বয়স ৩৫ বছর। এছাড়াও আহত হয়েছিলেন টোটো চালকও। দুজনেকেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছিল,  স্কুলশিক্ষক পুলক মিশ্র ও তাঁর শ্যালক অমিত তেওয়ারি ঘটনার দিন রাতে মোথাবাড়ি থানার গীতা মোড় দুর্লভপুর বালুচর এলাকা থেকে বাইকে করে মালদা শহরে এসেছিলেন রাখি বন্ধনের বাজার করতে। বাজার করে বাড়ি ফেরার পথে চন্দন পার্ক এলাকায় টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন। রাতে তাঁদেরকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছিল স্কুল শিক্ষকের।