করুণাময় সিংহ, মালদা: মালদার রতুয়ায় আবাস যোজনায় কাটমানি না দেওয়ায় ভিক্ষা করে সংসার চালানো প্রৌঢ়াকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের প্রধানের বিরুদ্ধে। প্রৌঢ়ার অভিযোগ, আবাস যোজনায় প্রথম কিস্তির মতো দ্বিতীয় কিস্তির টাকা থেকেও ৩০ হাজার টাকা কাটমানি চান শ্রীপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সেরিনা বিবি। টাকা পরে দেবেন বলায়, প্রৌঢ়াকে মারধর করা হয় বলে অভিযোগ। পুখুরিয়া থানা ও জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের প্রধান। তদন্তে ঢিলেমি হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। দল অন্যায় বরদাস্ত করবে না বলে সাফাই তৃণমূল নেতৃত্বের।
ভিখারিনিকে মারধরের অভিযোগ: আবাস যোজনায় কাটমানি না দেওয়ায় মালদার রতুয়ায় এক ভিখারিনিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। পঞ্চায়েত প্রধান সহ তিনজনের বিরুদ্ধে পুলিশ ও জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছঠেন মহিলা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন প্রধান। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
ভিক্ষা-অন্নে বাঁচাব বসুধা, মিটাইব দুর্ভিক্ষের ক্ষুধা। রবীন্দ্রনাথের 'নগরলক্ষ্মী' কবিতায় গৌতম বুদ্ধর আবেদনে সাড়া দিয়ে ভিক্ষার অন্নে দুর্বিক্ষের শাবস্তীপুরকে বাঁচাতে এগিয়ে এসেছিলেন ভিক্ষুকন্যা সুপ্রিয়া। বাস্তবে ভিক্ষা-অন্নেই ক্ষুধা নিবারণ করেন ৬৮ বছরের আনোয়ারা বেওয়া। এক চিলতে টিনের ঘর, মাথার ওপর টালির ছাউনি। দৃষ্টিহীন মেয়েকে নিয়েই ভিক্ষা করে সংসার চালান তিনি।
কিন্তু অভিযোগ, আবাস যোজনায় কাটমানি থেকে রেহাই মেলেনি তাঁরও। টাকা না দেওয়ায়া তাঁকে মারধর করেছেন, তৃণমূলের পঞ্চায়েত প্রধান। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া ২ নম্বর ব্লকের শ্রীপুর ২ নম্বর পঞ্চায়েত এলাকায়। বড়াইল।
মহিলার অভিযোগ, আবাস যোজনার প্রথম কিস্তির ৬০ হাজার টাকা থেকে তৃণমূল প্রধান সেরিনা বিবিকে ৩০ হাজার টাকা কাটমানি দিতে হয়। দ্বিতীয় কিস্তির ৫০ হাজার টাকা থেকেও প্রধান ৩০ হাজার টাকা কাটমানি চান। না দিতে চাওয়ায় প্রধান তাঁকে মারধর করেন।
অভিযোগকারিণী আনোয়ারা বেওয়ার কথায়,অসুস্থতার কারণে দিন কয়েক পরে পাসবুক চেক করে টাকা দেবেন বলে জানান আনোয়ারা। এতেই ক্ষেপে যান পঞ্চায়েত প্রধান সেরিনা বিবি। বেধড়ক মারধর করা হয় আনোয়ারাকে। এমনকি তার ছাগল পর্যন্ত তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হয়। প্রধান সেরিনা বিবি সহ তিনজনের বিরুদ্ধে পুখুরিয়া থানা ও জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন মহিলা।
বিজেপি তৃণমূলের বয়ানে: যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন প্রধান। প্রশাসন ব্যবস্থা না নিলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। উত্তর মালদা সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উজ্জল দত্ত বলছেন, প্রশাসনের কাছে অভিযোগ হয়েছে প্রশাসন ঘটনার তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তার করবে। তদন্তের নামে ঢিলেমি করলে চলবে না। তদন্ত প্রক্রিয়া দেরী হলে আন্দোলনে নামবে বিজেপি।
মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সীর দাবি, কেউ অন্যায় করলে দল পাশে থাকবে না। প্রশাসনের কাছে অভিযোগ হয়েছে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেবে। দল কাউকে দুর্নীতি করার অনুমতি দেয় না প্রশাসনের কাছে লিখিত অভিযোগ হয়েছে আইন অনুযায়ী ব্যবস্থা হবে প্রতিক্রিয়া তৃণমূলের। উল্লেখ্য, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: Bankura Viral Video: পানীয় জলের অভাব, আধিকারিকদের তুলোধনা তৃণমূল বিধায়কের