করুণাময় সিংহ, মালদা: ১২ ঘণ্টার মধ্যে জোড়া শ্যুটআউট মালদার কালিয়াচকে। সুজাপুরে চায়ের দোকানে গুলিবিদ্ধ হলেন ১জন। অন্যদিকে হারুগ্রামে দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন ১ ব্যক্তি। সোমবার রাত ৮টা নাগাদ প্রথম ঘটনাটি ঘটে সুজাপুরের গয়েশবাড়ি এলাকায়।
একটি চায়ের দোকানে দাঁড়িয়ে ছিলেন ৩৩ বছরের আলি উল্লাহ শেখ। অভিযোগ তখনই দু’জন এসে তাঁকে গুলি করে। পেটে গুলি লাগে আলির। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন তিনি। গুলিবিদ্ধর বাবা কউসর আলি বলেন, "কী কারণে গুলি জানি না, তবে ৩ বছর আগে গণ্ডগোল, তার জন্য গুলি চালাতে পারে।" ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের দাবি, অভিযুক্ত দু’জন ও গুলিবিদ্ধ ব্যক্তি, প্রত্যেকেই মাদক কারবারের সঙ্গে জড়িত। অন্যদিকে মঙ্গলবার সকাল ৭টা নাগাদ উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াচকের হারুগ্রাম। স্থানীয় ব্যবসায়ী মহিদুল শেখের পরিবারের অভিযোগ, এদিন রয়েস শেখ নামে এক ব্যক্তি দলবল নিয়ে এসে মারধর করেন। এরপরই গ্রামে দু’পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়ে যায়। গুলিবিদ্ধ হন রয়েস শেখ।
তিনি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। গুলি চলার পাশাপাশি এলাকায় বোমাবাজির অভিযোগও উঠেছে। যদিও ঘটনার পর থেকে এলাকায় দেখা যায়নি ব্যবসায়ী মহিদুল শেখকে। মহিদুল শেখের বোন হেনা বিবি বলেন, "ঘটনাটি বলেছেন। ৫ লক্ষ টাকা দাবি করছিল, তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, মারধর করেছে, এই নিয়েই গন্ডগোল বেঁধে যায়।"
পরিস্থিতি সামাল দিতে এলাকায় যায় পুলিশ বাহিনী। গ্রেফতার করা হয়েছে দু’জনকে। তাঁদের কাছ থেকে ৩টি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড গুলি বাজেয়াপ্ত হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।