করুণাময় সিংহ, গাজোল: বাড়ির দরজা খুলতে দেরি করায় বাবা-মাকে মারধর করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। 


গতকাল বিকেলে এই ঘটনা ঘটেছে মালদার গাজোল থানার বৈরগাছি এলাকায়। এই ঘটনায় গাজোল থানা অভিযোগ দায়ের করবেন আক্রান্ত ওই বৃদ্ধ দম্পতি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত বৃদ্ধ দম্পতির নাম আব্দুল খালেক (৫৫) এবং মনোয়ারা বিবি (৫০) । দুজনের মাথায় আঘাত পেয়েছেন। 


বৃদ্ধ দম্পতি জানিয়েছেন, সোমবার বিকেলে তাঁদের ছেলে দরজায় বাড়ি মারছিল। দরজা খুলতে সামান্য দেরি হওয়ায় কাঠের চপার দিয়ে তাঁদের উপর হামলা করে।  দুজনকে বেধড়ক মারধর করা হয়।


তাঁদের আর্ত চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসলে অভিযুক্ত ছেলে জিল্লু রহমান ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর জখম বৃদ্ধ দম্পতি চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ছেলে।


এদিকে, মালদার ইংরেজবাজার বাগবাড়ি এলাকায় যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। আজ সকালে বাগবাড়ি এলাকায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। 


খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। পুলিশের প্রাথমিক অনুমান, ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে ওই যুবককে খুন করা হয়েছে।  


মৃত যুবকের শরীরে একাধিক জায়গায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।


অন্যদিকে, স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ধৃতের নাম সঞ্জয় ঘোষ।  কাশীপুর থানা এলাকায় এই ঘটনা ঘটেছে।  


অভিযোগ, ২০১৮ সালে বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি ছিল।  স্ত্রীর অভিযোগ, গত ৪ অক্টোবর পারিবারিক অশান্তি চরমে উঠলে, তাঁর স্বামী তাঁকে মারধর করেন। 


অভিযোগ, মুখে বালিশ চাপা দিয়ে খুন করার চেষ্টা হয়।  ওই মহিলা ১০০ ডায়ালে ফোন করে পুলিশের সাহায্য চান। সেই ফাঁকে পালিয়ে যান স্বামী। কাশীপুর থানায় অভিযোগ দায়ের হয়।  রবিবার ওই বধূর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।