করুণাময় সিংহ, মালদা: ইংরেজবাজারে সাইকেল চোর সন্দেহে আদিবাসী শিক্ষককে মারধরের অভিযোগে গ্রেফতার তৃণমূলের কোঅর্ডিনেটর। ইংরেজবাজার থানায় তাঁর নামে এফআইআর দায়ের হয় গত ১৭ অক্টোবর। আজ তাঁকে গ্রেফতার করে পুলিশ। এর আগে আরও ২ জনকে পুলিশ গ্রেফতার করেছে। 

Continues below advertisement

FIR-এ নাম ছিল একেবারে প্রথমে। অবশেষে ৮ দিন পর ধরা পড়লেন অভিযুক্ত। মালদার ইংরেজবাজারে আদিবাসী স্কুল শিক্ষককে মারধরের অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলের কোঅর্ডিনেটর। সোমবার ইংরেজবাজার পুরসভার তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল কোঅর্ডিনেটর পরিতোষ চৌধুরীকে গ্রেফতার করল পুলিশ। 

১৭ অক্টোবর দুপুরে মালঞ্চপল্লিতে আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন হবিবপুরের মানিকোড়া স্কুলের শিক্ষক সুদীপ টুডু। তাঁর অভিযোগ, তৃণমূল কোঅর্ডিনেটর পরিতোষ চৌধুরীর বাড়ি থেকে সাইকেল চুরির ঘটনায় চোর সন্দেহে তাঁকে মারধর করা হয়। ইংরেজবাজার থানায় এফআইআর দায়ের হয় তৃণমূল কোঅর্ড়িনেটর পরিতোষ চৌধুরীর নামে। এই ঘটনায় গত ২০ অক্টোবর ২ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। 

Continues below advertisement

সোমবার গ্রেফতার করা হল অন্যতম অভিযুক্ত পরিতোষ চৌধুরীকে। শিক্ষককে মারধরের অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শিক্ষককে ‘মারধরে’ ধৃত তৃণমূলের কোঅর্ডিনেটর। রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দুনারায়ণ এ প্রসঙ্গে চৌধুরী জানিয়েছেন, এই ঘটনা নিন্দনীয়, পুলিশ পুলিশের কাজ করেছে, এটা আদালতের বিচারাধীন, আদালত যা রায় দেবে, তাই মেনে নেব।

মালদা বিজেপির জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডলের কথায়, শাসকদলের হওয়ায় পুলিশ গ্রেফতার করতে দেরি করল। আরও আগে গ্রেফতার করা উচিত ছিল। মারধর তৃণমূলের সংস্কৃতি। ধৃত বিদায়ী তৃণমূল কাউন্সিলর কিছু বলতে চাননি।  মালদা জেলা আদালত তাঁকে তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।  

আরও পড়ুন: Howrah: ঊর্ধ্বমুখী সংক্রমণ, হাওড়া পুরসভার ১৪টি এলাকা মাইক্রো কনটেনমেন্ট জোন, রইল তালিকা

আরও পড়ুন: Murshidabad: মুর্শিদাবাদে প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীকোন্দল, অস্বস্তিতে তৃণমূল শিবির

আরও পড়ুন: Arms Factory Recovered: বাড়িতে সুড়ঙ্গ কেটে অস্ত্র কারখানা! আসানসোলে চাঞ্চল্য