করুণাময় সিংহ, মালদা: বিপর্যস্ত উত্তরাখণ্ডের পাশাপাশি হিমাচলের একাংশ। পাহাড়ে ট্রেক করতে গিয়ে এ রাজ্যের একের পর এক অভিযাত্রীর মৃত্যু। তার ওপর কালিম্পংয়ে ধস ১০ নম্বর জাতীয় সড়কে। এই পরিস্থিতিতে মালদায় শুরু হয়েছে ট্রেনের টিকিট বাতিলের হিড়িক।
এখনও চলছে পুজোর ছুটি। টিকিট কাউন্টারের বাইরে পড়ছে লম্বা লাইন। তবে, এ ছবি উলটপুরাণের। টিকিট কাটতে নয়, পড়েছে টিকিট বাতিলের হিড়িক। পাহাড়ে প্রাকৃতিক দুর্যোগ। বিপর্যস্ত উত্তরাখণ্ড থেকে হিমাচল প্রদেশের একাংশ। পাহাড়ের টানে শেষ হয়ে গিয়েছে এ রাজ্যের বহু অভিযাত্রীর জীবন। সিকিম গিয়ে মৃত্যু হয়েছে মালদার ইংরেজবাজারের এক শিক্ষকের।
কালিম্পঙেও ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামায় শিলিগুড়ি থেকে ঘুরপথে যেতে হচ্ছে সিকিমে। এই পরিস্থিতিতে আর ঝুঁকি নিতে চান না অনেকে।
মালদায় শুরু হয়েছে দূরপাল্লার ট্রেনের টিকিট বাতিলের হিড়িক।
মালদার বাসিন্দা কানাই সাহা জানিয়েছেন, ১০-১২ জন প্ল্যান করেছিলাম। দার্জিলিং-সিকিম যাওয়ার কথা ছিল। njp পর্যন্ত টিকিট কাটা ছিল। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা টিকিট ক্যানসেল করলাম।
মালদা ডিভিশনের রেল আধিকারিক মানসকুমার ঘোষ জানিয়েছেন, ১৬-২৩ ক্যানসেলই হচ্ছে। যে টিকিট ক্যানসেল হয়, তার চেয়ে বেশি পরিমাণ ক্যানসেল হচ্ছে। কবে কত টিকিট ক্যানসেল বলেছেন। প্রাকৃতিক দুর্যোগের কারণেই সম্ভবত টিকিট ক্যানসেল হচ্ছে।NJP নয় দিল্লিগামী টিকিট ক্যানসেল। এই পরিস্থিতিতে মাথায় হাত এজেন্টদের।
মালদার টিকিট বুকিং এজেন্ট মনমোহন সারদার কথায়, পুজোর আগে প্রচুর রিজারভেশন হয়েছিল। এখন প্রতিদিন ২০টা করে টিকিট ক্যানসেল হচ্ছে। পুজোর মরসুমে পাহাড়ে যাওয়ার প্রবণতা থাকে। এখন লোকে ভয় পাচ্ছেন প্রাকৃতিক দুর্যোগের জন্য। ব্যবসার ক্ষতি হচ্ছে। দু’বছর ধরে করোনার প্রকোপ। ভ্যাকসিনেশনের পর, ধীরে ধীরে বাড়ির বাইরে পা রাখছিলেন পর্যটকরা। আশায় বুক বাঁধছিলেন ব্যবসায়ীরাও। কিন্তু প্রাকৃতি বিপর্যয় সব ওলটপালট করে দিল।
আরও পড়ুন: Mamata Banerjee : ১২-১৩ বছর বয়স থেকে রাজনীতি করছি, আমাকে জীবন্ত লাশ বলতে পারেন : মমতা