করুণাময় সিংহ, মালদা : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উদ্বোধন হল মালদার চাঁচলের উত্তরবঙ্গ পরিবহণ নিগমের নতুন বাস ডিপোর। নিজে বাস চালিয়ে ডিপোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পরিবহণমন্ত্রী। সেইসঙ্গে চালু হল চাঁচল থেকে শিলিগুড়ি ও কলকাতা যাওয়ার দুটি নতুন বাস রুট।


তৈরি হওয়ার পর তালাবন্ধ হয়ে ছিল প্রায় ৭ মাস। শেষ পর্যন্ত রবিবার মালদার চাঁচলে উদ্বোধন হল উত্তরবঙ্গ পরিবহণ নিগমের নতুন বাস ডিপোর। নিজে বাস চালিয়ে ডিপোর উদ্বোধন করলেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। পাশাপাশি মালদার চাঁচল থেকে শিলিগুড়ি ও কলকাতা যাওয়ার দুটি নতুন বাস রুটের উদ্বোধন করেন।


প্রশাসন সূত্রে খবর, চাঁচলের কলিগ্রামে ৫০ বিঘা জমিতে NBSTC-র নতুন এই বাস ডিপো তৈরি করতে খরচ হয়েছে প্রায় আড়াই কোটি টাকা। গত মাসেই মালদার চাঁচলের কলিগ্রামে NBSTC-র নতুন এই বাস ডিপোর উদ্বোধনের কথা ছিল। কিন্তু, পরিবহণ মন্ত্রী উপনির্বাচনের প্রচারে ব্যস্ত থাকায় সেই উদ্বোধন পিছিয়ে যায়। শেষপর্যন্ত রবিবার নতুন ডিপোর উদ্বোধন করেন মন্ত্রী।


পরিবহণমন্ত্রী বলেন, এখানে অনেকদিন ধরেই এই ডিপো হওয়ার কথা ছিল। আমি করে দিলাম। পাশাপাশি দুটো বাসও উদ্বোধন করলাম।


এতদিন রোদ-বৃষ্টিতে প্রায় আড়াই কিলোমিটার পথ পেরিয়ে চাঁচল বাসস্ট্যান্ডে যেতে হত চাঁচলবাসীকে। এখন হাতের কাছেই নতুন সরকারি বাস ডিপো হওয়ায় এলাকায় খুশির হাওয়া।


প্রসঙ্গত, করোনাকালে সাঁড়াশি আক্রমণে জেরবার পরিবহণ ক্ষেত্র। মারণ ভাইরাসের আতঙ্কে এমনিতেই চলছে যাত্রী সঙ্কট। তার মধ্যে আবার অগ্নিমূল্য জ্বালানি। এই পরিস্থিতিতে বিকল্প আয়ের রাস্তায় হাঁটার সিদ্ধান্ত নেয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। লোকসানের ভার কমাতে বিকল্প আয় বাড়ানোর ওপর জোর দেয় নিগম। সম্প্রতি জানা যায়, বিভিন্ন ডিপোয় ছড়িয়ে ছিটিয়ে থাকা নিগমের জমি ও বিল্ডিংয়ের মতো সম্পত্তি শর্তসাপেক্ষে বেসরকারি সংস্থাকে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একথা জানান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান। এনিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা।