করুণাময় সিংহ, মালদা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার (Abhishek Banerjee Convoy Attack) ঘটনায় কুড়মি নেতা রাজেশ মাহাতোকে গ্রেফতারের (Arrested) প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ (Kurmi Agitation)।
বাঁকুড়ার খাতরা ব্লকের আমডোবা গ্রামে প্রতিবাদ মিছিল করেন কুড়মিরা। তাঁদের নেতাকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ কুড়মিদের। পুরাতন মালদার ঈশ্বরগঞ্জ গ্রামে কুড়মিদের বিক্ষোভ। কনভয়ে হামলার ঘটনায় ধৃত কুড়মিদের নিঃশর্ত মুক্তি ছাড়াও এসটি তালিকায় অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন তাঁরা।
প্রসঙ্গত, শালবনি সফরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় সরগরম রাজ্য-রাজনীতি। আক্রমণের সঙ্গে কুড়মিদের যোগ রয়েছে কি না, তা নিয়েও চলছে জোর তরজা। শনিবার এর মাঝেই আক্রমণ প্রসঙ্গে বিজেপিকে আক্রমণ শানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মণিপুরের প্রসঙ্গ টেনে তৃণমূল নেত্রীর আক্রমণ, কুড়মি-আদিবাসীদের মধ্যে গন্ডগোল লাগাতে চাইছে বিজেপি।
বিক্ষোভ প্রসঙ্গে মমতা বলেন, 'মন্ত্রীর গাড়িতেও ভাঙচুর চালিয়েছে, আদিবাসী মহিলা, তারও গাড়ি ভেঙেছে। আদিবাসী মেয়ের গায়েও হাত দিয়েছে বিজেপি, অভিষেকের উপর হামলাও করতে গিয়েছিল, অশান্তি ছড়িয়ে আর যাই হোক বাংলাকেও শেষ করা যাবে না, তৃণমূলকেও নয়। আদিবাসীদের জমি যাতে দখল না হয়, তার জন্য আমরা ব্যবস্থা করেছি'।
মমতার আক্রমণ, 'মণিপুরের মতোই জাতি হিংসা ছড়াতে চায় বিজেপি। এবার কুড়মি আর আদিবাসীদের মধ্যে লাগিয়ে দিতে চায় বিজেপি। গণ্ডগোল করাতে অনেক নেতাকে কয়েক কোটি টাকা দিয়েছে বিজেপি। অভিষেক, বীরবাহার কনভয়ে হামলা, কিন্তু কিসের জন্য? দিল্লি আমাকে চমকায়, কিন্তু আমি চোখ রাঙানি কেয়ার করি না।' যার পরে তাঁর আক্রমণ, 'অশান্তি ছড়িয়ে আর যাই হোক বাংলাকেও শেষ করা যাবে না, তৃণমূলকেও নয়'।
এমনকি ২৬ মে ট্যুইট করে দেবাংশু ভট্টাচার্য বলেছিলেন, 'দিলীপ ঘোষ সেল্ফগোল করে ফেলার পর বিজেপির মেকআপ করা খুব দরকার ছিল। হলুদ ফেট্টি মাথায় বেঁধে বিজেপির গুন্ডাদের প্ল্যান করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কুর্মিদের সঙ্গে কথা বলেছেন। তারপর কোনও কুড়মি এই কাজ করবেন না', বলে দাবি দেবাংশুর।
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?
আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ?
তবে এই যুক্তি দিলেও বদলেছে প্রেক্ষাপট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলাকাণ্ডে কুড়মি নেতা রাজেশ মাহাতোকে গ্রেফতারের প্রতিবাদে মালদা-সহ একাধিক জেলায় বিক্ষোভ বেড়েই চলেছে।