করুণাময় সিংহ, মালদা:আজ ফের রাত দখলের ডাক জুনিয়র চিকিৎসকদের। এদিকে তার আগেই এবার 'ভোর দখল' ডাক মালদায়। আরজি করের নির্যাতিতার ন্যায্য বিচারের দাবিতে শনিবার ভোরবেলা সাধারণ মানুষের উদ্যোগে মালদা শহরে 'ভোর দখলের' মিছিল হয়েছে। প্রত্যেকের একটাই দাবি, দোষীরা যাতে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়। মিছিলটি মালদা শহরের নেতাজি মোড় থেকে শুরু হয়ে গোটা শহর প্রদক্ষিণ করে।


রোদ-বৃষ্টি মাথায় নিয়েই ৫দিনে ডাক্তারদের মিশন স্বাস্থ্যভবন।  লম্বা লড়াইয়ের প্রস্তুতি। স্বাস্থ্য ভবনের সামনে তৈরি করা হয়েছে ফুড কাউন্টার। দরকারে সেখান থেকে মিলবে ওষুধও। আন্দোলনের সমর্থনে চিকিৎসকদের সঙ্গে যোগ দিচ্ছেন শিল্পী থেকে সাধারণ মানুষ। বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত।এক সন্তানকে হারিয়েছেন বাবা-মা। কেউ হারিয়েছেন সহপাঠীকে। কেউ হারিয়েছেন বন্ধুকে। কারওবা বুকের ভেতর দিদি বা বোনকে হারানোর যন্ত্রণা। সব যন্ত্রণা, সবার যন্ত্রণাই যেন মিশে গেছে একসঙ্গে। জ্বলে উঠেছে প্রতিবাদের আগুন হয়ে। চিকিৎসকদের এই আন্দোলনে সামিল হয়েছেন অসংখ্য সাধারণ মানুষ।শুধু সঙ্গে থাকাই নয়, বাড়িয়ে দেওয়া সাহায্যের হাত। 
 
 কেউ এনেছেন রান্না করা খাবার, কেউ হাজির হয়েছেন মিষ্টি নিয়ে।  রাতের পরে শুক্রবারের সকালেও তার ব্যতিক্রম হয়নি।সাধারণ মানুষের ভালবাসায় উপচে পড়ছে ভাণ্ডার। লম্বা লড়াইয়ের প্রস্তুতি হিসেবে স্বাস্থ্যভবনের সামনে আন্দোলনকারীদের জন্য খোলা হয়েছে ফুড ক্যাম্প। আর জি করের এক জুনিয়র ডাক্তার সায়ন বলেন, 'এখানে আমাদের খাবারদাবার থেকে শুরু করে বিভিন্ন ফাস্ট এডের  জিনিসপত্র এবং সাবান, হ্যান্ড ওয়াশ, ফিনাইল, ডেটল- মানে পরিষ্কার করার জিনিস যেটা লাগতে পারে, সাধারণ মানুষই এসব দিয়ে যাচ্ছেন। সেগুলো আমাদের এখানে মজুত রয়েছে। এখান থেকেই আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার - সবকিছু দেওয়া হচ্ছে।  প্রত্যেকের জন্য এগুলো উন্মুক্ত, যে আসছেন, আমরা ঠিকভাবে দেওয়ার ব্যবস্থাটা করছি।'


আরও পড়ুন, ৫০-৬০ কিমি বেগে উপকূলে ঝড়, নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনা


মূলত চলতি সপ্তাহের সোমবার ছিল আরজি কর মামলার 'সুপ্রিম' শুনানি। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের কাজে ফিরতে হবে, বলে জানিয়েছিলেন প্রধান বিচারপতি। যদিও তারপর দেখা যায় সুপ্রিম কোর্টের নির্দেশ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার পরেও অনড় জুনিয়র চিকিৎসকেরা। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।