করণাময় সিংহ, মালদা: ফের রাজ্যে আরও একটি মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে।  মালদার গাজলে শুট আউট (Malda Shoot Out)। দুই কর্মচারীকে লক্ষ্য করে গুলি। গুলিবিদ্ধ এক কর্মচারী। আহত আরও এক।


 পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে গাজলের একটি মদের দোকান থেকে লক্ষাধিক টাকা নিয়ে ফিরছিলেন দুই কর্মচারী। সেই সময় ৮১ নম্বর জাতীয় সড়কের উপর তাঁদের পথ আটকে মারধর করা হয় বলে অভিযোগ। টাকার ব্যাগ দিতে অস্বীকার করায় গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ যুবকের নাম চিন্ময় বারুই।আহত হয়েছেন প্রসেনজিৎ মোদি নামে আরও এক যুবক। আহতরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।তিনটি মোটর বাইক করে ছয় জন দুষ্কৃতী ৮১ নম্বর জাতীয় সড়কে স্কুটিতে করে আসা ২ যুবকের পথ আটকায়।এরপর মারধর করা হয় টাকার ব্যাগ দিতে অস্বীকার করায় চালানো হয় গুলি। যদিও ছিনতাই করতে সক্ষম হয়নি দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।


 সম্প্রতি জমি বিবাদ ঘিরে শ্যুটআউটের ঘটনা প্রকাশ্যে আসে মালদার (Malda Shootout) হরিশ্চন্দ্রপুর থানার পশ্চিম তালপুর গ্রামে। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছিলেন ২ ব্যক্তি। জখম ২ জন হরিশ্চন্দ্রপুর হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, শৌচালয় নির্মাণ ঘিরে বিবাদকে কেন্দ্র করে গুলি চলেছিল মালদায়। গুলিবিদ্ধ হয়েছিলেন দুজন বাবা ও ছেলে। গুলি চালানোর অভিযোগ উঠেছিল দুই প্রতিবেশীর বিরুদ্ধে। ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল এলাকায়। ঘটনাস্থলে এসেছিল পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি  করা হয়েছিল বাবা-ছেলেকে। গুলি চালানোর অভিযোগ উঠেছিল দুই প্রতিবেশীর বিরুদ্ধে। খবর পেতেই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছিল।


আরও পড়ুন, মাধ্যমিকের সকালে আকাশের মুখ ভার, ফের ভিজতে পারে কলকাতা ? জানাল হাওয়া অফিস


মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার পশ্চিম বেলশুর গ্রামের ঘটনাটি ঘটেছিল। গুলিবিদ্ধ দুই ব্যক্তির নাম সাইজুল হক এবং আব্দুল রহিম। সাইজুলের বয়স ৫২ বছর, আব্দুল ৩২ বছর। গুলি চালানোয় অভিয প্রতিবেশী হাসান আলি আহমেদ, বজলুর রহমানের বিরুদ্ধে। সূত্রের খবর, সাইজুল হকদের জমিতে শৌচালয় নির্মাণ নিয়ে অভিযুক্ত প্রতিবেশিদের সঙ্গে বিবাদ হয়। সেই বিবাদের জেরে অভিযুক্তরা গুলি চালিয়েছিল বলে অভিযোগ। জখম ২ ব্যক্তি হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। গুলি চালানোর পর স্থানীয়রা ধাওয়া করলে অভিযুক্তরা পালিয়ে গিয়েছিল বলে খবর। সমগ্র ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়। ঠিক মাসখানেক আগেও, মালদার ইংরেজবাজার থানার সুস্তানি মোড়ে বাইক আরোহীকে লক্ষ্য করে গুলি চলেছিল। গুলিবিদ্ধ হয়েছিলেন শফিকুল ইসলাম নামে এক প্লাস্টিক ব্যবসায়ী।