করুণাময় সিংহ, মালদা: টিনের ঘর থেকে যুবকের দেহ উদ্ধার ঘিরে চাপা উত্তেজনা মালদার (Malda News) হবিবপুরে। লিখিত অভিযোগ দায়ের হয়েছে তৃণমূল অঞ্চল সভাপতির ছেলের (TMC Area President) বিরুদ্ধে। মৃতের নাম হৃদয় দাস। বয়স ২৭ বছর।
কী জানা গেল?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হৃদয় ইংরেজবাজারের অরবিন্দ কলোনি এলাকার বাসিন্দা। পরিবারের দাবি, গত কাল তাঁকে ফোন করে ডেকে পাঠান হবিবপুরের বুলবুল চন্ডীর তৃণমূল অঞ্চল সভাপতি, রাজীব ডাগার ছেলে নবীন ডাগা। এর পর হঠাৎই, সন্ধে নাগাদ, হৃদয়ের বাড়িতে ফোন করে টাকা চাওয়া হয় বলে জানাচ্ছে মৃতের পরিবার। কিন্তু সেই ফোনের পর থেকে নিখোঁজ ছিলেন যুবক। আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে বুলবুল চণ্ডী এলাকায় একটি টিনের ঘর থেকে দেহ তাঁর দেহ উদ্ধার হয়। গোটা ঘটনায় নাম জড়িয়েছে নবীন ডাগার। তাঁর বিরুদ্ধে হবিবপুর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় ষড়যন্ত্র করে তার ছেলেকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছেন বুলবুল চন্ডীর অঞ্চল তৃণমূল সভাপতি রাজীব ডাগা।
আগেও এক ঘটনা...
গত বছর জুলাই মাসে মালদার হবিবপুরেই শোওয়ার ঘর থেকে উদ্ধার হয়েছিল এক যুবকের ঝুলন্ত দেহ। ঘটনার দিন নিজের শোওয়ার ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এলাকায় ওই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পরিবার সূত্রে জানা যায়, মৃতের নাম বাপ্পা শিকদার। বয়স মাত্র ২১। মৃত যুবকের কাকা জানিয়েছিলেন, ঘটনার আগের দিন রাতে খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে ঘুমোতে যান বাপ্পা। পর দিন সকালে নিয়মমাফিক ছেলেকে ডাকতে আসেন তার মা। কিন্তু হাজার ডাকাডাকি করলেও তার কোনও আওয়াজ মেলে না। তখনই আওয়াজ না পাওয়ায় মৃতের মা চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। মৃতের কাকু এসে ঘরের দরজা ভেঙে দেখতে পায় ওই যুবক গামছা লাগানো অবস্থায় ঝুলে রয়েছেন। পরিবারের লোকজনই তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। কীভাবে মৃত্যু, আত্মহত্যা না অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখে হবিবপুর থানার পুলিশ। চলতি বছরের মে মাসে আবার, মুর্শিদাবাদের ধুলিয়ানে নিজের বাড়ি থেকেই উদ্ধার হয় যুবকের গলাকাটা রক্তাক্ত মৃতদেহ। খুনের অভিযোগ তোলেন নিহতের বাবা। তদন্তকারীদের অনুমান, সম্পত্তি নিয়ে অশান্তির জেরেই যুবককে খুন করা হয়েছে। মৃতের দাদাকে আটক করে সামশেরগঞ্জ থানার পুলিশ।
আরও পড়ুন:লম্বায় ঠিকমতো বাড়ছে না চুল? এই নিয়মগুলো মেনে চললে পেতে পারেন উপকার