করুণাময় সিংহ, মালদা: এক SI-এর মন্তব্যকে ঘিরে মালদার (Malda) মানিকচকের বালুটোলা গ্রামে সংঘর্ষের ঘটনা নতুন মাত্রা পেল। পুলিশের বক্তব্যকে হাতিয়ার করে গোষ্ঠীদ্বন্দ্ব (inner clash) ইস্যুতে তৃণমূলকে (TMC) ফের নিশানা করল বিজেপি (BJP)। পাল্টা জবাব দিয়েছে শাসক শিবির।


SI-এর মন্তব্যকে ঘিরে নয়া মাত্রা সংঘর্ষের


মানিকচক থানার এসআই সমীর সাহার মুখে শোনা গেল, 'এদের গোষ্ঠীদ্বন্দ্ব শেষ না করলে হবে না।' পুলিশের মুখে ‘গোষ্ঠীদ্বন্দ্ব’-এর কথা। তাকে কেন্দ্র করে ফের সরগরম মালদার রাজনীতি। 


শনিবার সকালে, দুই তৃণমূল নেতার মধ্যে জমির মালিকানা নিয়ে বিবাদের জেরে মানিকচকের বালুটোলা গ্রামে সংঘর্ষ হয়। দেদার বোমাবাজির পাশাপাশি ৭-৮টি বাড়িতে ভাঙচুর চালানো হয়। জমিটিকে নিজেদের বলে দাবি করে স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং তৃণমূলের অঞ্চল সভাপতি দু’জনেই একে অপরকে দুষেছেন। 


গোপালপুর পঞ্চায়েত সমিতির তৃণমূল নেতা ও কর্মাধ্যক্ষ মহম্মদ সইফুদ্দিনের কথায়, 'আমার জমি নিয়ে নিয়েছে। চাষ আবাদ করছে। নাসিরই হামলা চালিয়েছে।'


অন্যদিকে গোপালপুরের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মহম্মদ নাসিরের দাবি, 'ভিত্তিহীন অভিযোগ। সইফুদ্দিন মাফিয়া। এলাকা দখলের জন্য করছে।' 


দু’পক্ষের সংঘর্ষে পরিস্থিতি এতটাই ভয়াবহ ওঠে যে এক পুলিশ আধিকারিককে সার্ভিস রিভলভার হাতে নিয়ে টহল দিতে দেখা যায়। তিনি মানিকচক থানার এসআই সমীর সাহা। অশান্তি থামাতে গিয়ে তাঁর মুখেও উঠে আসে গোষ্ঠীদ্বন্দ্বের কথা। 


পুলিশের বক্তব্যকে ঘিরে শুরু রাজনৈতিক তরজা


পুলিশের এই বক্তব্যকে হাতিয়ার করে গোষ্ঠীদ্বন্দ্ব ইস্যুতে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ির কথায়, 'এতদিন আমরা বলতাম। এখন তৃণমূল সরকারের পুলিশও বলছে গোষ্ঠী সংঘর্ষ হচ্ছে। টাকা পয়সার ভাগ বাঁটোয়ারা, জমির দখল নিয়ে তৃণমূল নিজেদের মধ্যে লড়াই করছে। আর ভুগছে সাধারণ মানুষ।'


অন্যদিকে মালদার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সীর কথায়, 'এটা রাজনীতির কোনও বিষয় নয়। জমির বিবাদে এই ঘটনা। দীর্ঘদিন ধরে এদের মধ্যে বিবাদ চলছে। পুলিশকে বলেছি ব্যবস্থা নিতে।'


আরও পড়ুন: Jalpaiguri News: আত্মীয়দের সঙ্গে নদীতে স্নান, নাগরাকাটায় হড়পা বানে ভেসে গিয়ে মৃত্যু মা-মেয়ের


যাঁর একটি মন্তব্য ঘিরে বিতর্ক নতুন ভাবে মাথাচাড়া দিয়েছে, সেই এসআই অবশ্য এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। মানিকচক থানা সূত্রে খবর, শনিবারের সংঘর্ষের ঘটনায় দু’পক্ষের মোট ৬৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ৬ জন মহিলা সহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বালুটোলা গ্রামে বসানো হয়েছে পুলিশ পিকেট। 
চলছে টহলদারি।