মালদা: মালদায় দুলাল সরকার খুনের পর এবার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে হুমকি ! ডি কোম্পানির নাম করে টাকার দাবি, না পেলে খুনের হুমকি।
গতকাল ফোনে মেসেজ এসেছিল কৃষ্ণেন্দুনারায়ণের কাছে। মেসেজ না দেখায় আজ ফোন করে তৃণমূল নেতাকে হুমকি। ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের। অভিযোগ পাওয়ার পর নিরাপত্তা বাড়ানো হল কৃষ্ণেন্দুনারায়ণের। রাজ্য পুলিশের পাশাপাশি তদন্তে এসটিএফ।
মালদায় তৃণমূলের দাপুটে নেতা ও জেলা সহ সভাপতি দুলাল সরকার খুনের ঘটনায়, ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, মালদার তৃণমূল নেতাকে খুনের ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছিল অনেকদিন আগে থেকেই। প্রায় ১৫ দিনেরও বেশি সময় ধরে মালদায় ঘাঁটি গেড়েছিল সুপারি কিলাররা। ক্রিসমাস কার্নিভাল চলাকালীনই তাঁকে খুনের পরিকল্পনা করা হয়। কিন্তু কার্নিভালে বহু মানুষের জমায়েতের কারণে ভেস্তে যায় খুনের ছক। তৃণমূল নেতার প্রত্যেক মুহূর্তের গতিবিধি রেকি করতে থাকে দুষ্কৃতীরা। তিনি কোথায় যান? কখন যান? পুরোটাই নখদর্পণে চলে এসেছিল সুপারি কিলারদের। প্রতিদিন মহানন্দা পল্লির বাড়ি থেকে বেরিয়ে কানির মোড়ে নিজের কার্যালয়ে যেতেন দুলাল সরকার।এরপর সেখান থেকে যেতেন মহানন্দা পল্লিতে তাঁর পাইপ ফ্যাক্টরিতে। সেখান থেকে ফিরে আসতেন কানির মোড়ে নিজের কার্যালয়ে। আর দিনের মধ্যে একমাত্র এই সময়টাই একা থাকতেন দুলাল সরকার।
কখনও নিজে স্কুটি চালিয়ে যেতেন, কখনও আবার যাতায়াত করতেন নিজের গাড়িতে। সঙ্গে থাকতেন গাড়ির চালক। আর তৃণমূল নেতার দৈনন্দিন এই রুটিন কার্যত জলের মতো মুখস্থ হয়ে গেছিল সুপারি কিলারদের কাছে। বৃহস্পতিবার সকালে এই সুযোগটাই নেয় দুষ্কৃতীরা। দৌড়ে পালিয়ে দোকানের ভিতর ঢুকে প্রাণে বাঁচার চেষ্টা করেন তৃণমূল নেতা দুলাল সরকার। তাঁকে ধাওয়া করে দোকানে ঢুকে পড়ে দুষ্কৃতীরাও। মৃত্যু নিশ্চিত করতে, তৃণমূল নেতার মাথায় গুলি করা হয়। যদি কোনওরকমভাবে দুষ্কৃতীর হাত থেকে পালিয়ে যেতে পারতেন তিনি? পুলিশ সূত্রে দাবি, এখানেই প্ল্যান B রেডি ছিল ধৃত মহম্মদ আসরার। তদন্তকারীরা বলছেন, গোটা অপারেশন পর্বে ব্যাক আপ কিলারের ভূমিকায় ছিল মহম্মদ আসরার। দুষ্কৃতীরা যখন দুলাল সরকারকে তাড়া করে গুলি করছে, তখন আলাদা একটি বাইকে ছিল বছর বাইশের এই শার্প শ্যুটার।হামলাকারীরা ব্যর্থ হলে, আসরে নামত মহম্মদ আসরার। কারণ টোটোর শোরুমের বাইরে, রাস্তায় বাইক স্টার্ট করে দাঁড়িয়েছিল সে।
আরও পড়ুন, মহাকুম্ভে পূর্ণস্নান সারলেন শুভেন্দু !
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)