করুণাময় সিংহ, চাঁচল: বেআইনি আগ্নেয়াস্ত্র (Illegal Firearms) রাখার অভিযোগে এক যুবককে (youth) গ্রেফতার (arrest) করল মালদার (malda) চাঁচল থানার পুলিশ (police)। ধৃতের নাম পান্ডব দাস। প্রাথমিক ভাবে ধারণা, অপরাধমূলক কাজের উদ্দেশ্যেই বাড়িতে বেআইনি আগ্নেয়াস্ত্র মজুত করেছিলেন ওই যুবক।


কী ঘটেছে?
পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে ১টি পাইপগান ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। যুবককে তাঁর বাড়ি থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের বাড়ি চাঁচল ২ নম্বর ব্লকের মালতীপুর অঞ্চলের কাশীপাড়া এলাকায়। কেন হঠাৎ বেআইনি আগ্নেয়াস্ত্র মজুত করেছিলেন তিনি? স্পষ্ট নয়। তবে এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, তাতে সম্ভবত অপরাধমূলক কাজের উদ্দেশ্যই বেআইনি আগ্নেয়াস্ত্র রেখেছিলেন তিনি।  ধৃতকে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ।


আগেও একই ঘটনা...
মালদহে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা এই প্রথম নয়। গত জুলাই মাসেই মানিকচক থানার গোপালপুর এলাকায় চারটি আগ্নেয়াস্ত্র-সহ এক জনকে গ্রেফতার করা হয়। গোপন সূত্রে বিষয়টি জানতে পেরে মানিকচক থানার পুলিশ গোপালপুরের বালুটোলা এলাকায় অভিযান চালায়। তৈমুর শেখ ও মনসুর আলির বাড়িতে অভিযান চালানো হয়। তৈমুরের বাড়ি থেকে দুটি মাস্কেট, একটি ওয়ান শটার পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ মেলে। তৈমুর শেখকে গ্রেফতার করে মানিকচক থানার পুলিশ। মনসুর আলি ফেরার বলে জানা যায়। কী কারণে আগ্নেয়াস্ত্রগুলি মজুদ করা হয়েছিল, খতিয়ে দেখছে মানিকচক থানার পুলিশ। রাজ্যে একের পর এক তল্লাশিতে পর পর বোমা-আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। প্রসঙ্গত, এই ঘটনার ঠিক আগের দিনই বাসন্তীর খেরিয়াতে বালতি ভর্তি বোমা উদ্ধার হয়। চটের ব্যাগের নিচে বালতিটি ছিল বলে খবর। বালতির মধ্যে বেশ কয়েকটি বোমা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বাসন্তী থানায় খবর দেওয়া হয়েছিল। বোমাগুলি নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে আসেন সিআইডি-র অফিসারেরা। কে বা কারা এই বালতি ভর্তি বোমা রেখে গেল, তা তদন্ত করে দেখছে পুলিশ।
সেই সময়ে পানিহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, 'দুর্গাপুজো আসছে, জগন্নাথের রথেরও পুজো গেল। একটু বোমা-গুলি না থাকলে তো...সরকার দেখছে। অনেকদিন ধরে জমে ছিল, সরকার দেখছে, ধরে ফেলছে। অনেক জায়গায় জমা, খুঁজে বের করা হচ্ছে। ৭২ ঘণ্টা পরে আর বোমা পাওয়া যাবে না।' বাংলার বুকে এখনও যেখানে বোমা লুকিয়ে আছে, সব জায়গা থেকে আগামী ৭২ ঘন্টার মধ্যে খুঁজে বর করা হবে বলে জানান তিনি। 
কিন্তু তার পরও ছবিটা বদলাল কি?


আরও পড়ুন:তরুণ প্রজন্মকে এগিয়ে আসার বার্তা মমতার, আজ তৃণমূলের 'খেলা হবে দিবস'