বেলপাহাড়ি: সভা সেরে আদিবাসী পরিবারের কাছে ছুটে গিয়েছিলেন (Adivasi Families)। কিন্তু সেখানে তাঁকে দেখে ক্ষোভ উগরে দিলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ জন। ঘর, জলের কল, কিছু পাননি বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ঘিরে দাবি জানাতে থাকেন সকলে। কবে সরকারি সুযোগ-সুবিধা পাবেন, তা জানতে চান সকলে মিলে। তাতে কেন্দ্রীয় সরকারকেই কাঠগড়ায় তুললেন মমতা।


বেলপাহাড়িতে আদিবাসী পরিবারের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়


মঙ্গলবার ঝাড়গ্রামের (Jhargram News) বেলপাহাড়িতে (Belpahari News) প্রশাসনিক সভা করেন মমতা। তার পর সেখান থেকে ,মালাবতী গ্রামে আদিবাসী পরিবারের সঙ্গে দেখা করতে যান। কিন্তু সেখানে পৌঁছে স্থানীয়দের ক্ষোভের কথাই জানতে পারেন তিনি। মমতাকে দেখে ঘিরে ধরেন সকলে। তাঁদের বলতে শোনা যায়, "ঘর, কল, কিচ্ছু পাইনি। ১০০ দিনের কাজেও মেলেনি টাকা।  কবে পাব এ সব?" কেউ কেউ জানান, দুই কিলোমিটার দূর থেকে খাবার জল আনতে হয় তাঁদের। বাংলা আবাস যোজনার আওতায় বাড়িও পাননি। আর কত দিন এ ভাবে চলবে, জানতে চান। প্রশ্নের উত্তরে মমতাকে বলতে শোনা যায়, "দিল্লি বন্ধ করে রেখেছে। আমাদের টাকা নিয়ে নিয়েছে। যখন পাব, তখন দিয়ে দেব। রোজ ঝগড়া করছি, ২০২৪-র মধ্যে হয়ে যাবে।"


আরও পড়ুন: Mamata Banerjee: আচমকা চায়ের দোকানে হাজির মমতা, কাগজে মুড়ে হাতে হাতে তুলে দিলেন চপ, তেলেভাজা


জলের পাইপ টানতে সময় লাগছে বলেও জানানব মমতা। যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশ্বাস দেন তিনি। এ ক্ষেত্রেও কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন তিনি। 


আগামী বছরের শুরুতেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে জঙ্গলমহলের এলাকাগুলিকে গুরুত্ব দিয়ে দেখছে তৃণমূল। এ দিন মমতাকে দেখে মূলত জলের সমস্যার কথাই তুলে ধরেন স্থানীয়রা। তাতেো কেন্দ্রকেই কাঠগড়ায় তোলেন মমতা। কেন্দ্র টাকা আটকে রাখাতেই পাইপ লাইন বসাতে সময় লাগছে বলে জানান। 


মমতাকে দেখে ক্ষোভ উগরে দিলেন আদিবাসী মানুষজন


কিন্তু এ নিয়ে মমতাকে কটাক্ষ করেছেন বিজেপি-র সর্বভারতী. সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, "গত ১২ বছর ধরে কতেন্দ্র দিচ্ছে না, এমন বলতে পারবেন! গত ১২ ধরে ক্ষমতায় আছেন, কেন হয়নি! তাই আদিবাসী সমাজ মুখ ফিরিয়েছে। পঞ্চায়েত, লোকসভা, বিধানসভা নির্বাচনে হারিয়েছে। এখন ক্ষমা চাইতে গিয়েছেন উনি। কিন্তু মানুষ ওঁকে ভোট দেবেন না। তার উপর মরার উপর খাঁড়ার ঘা হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে ওঁর মন্ত্রীর মন্তব্য। আদিবাসী সমাজের ধৈর্য ভেঙেছে।"