Offer On Cars: নতুন গাড়ি কিনতে চাইলে  আগে দেখে নিন এই অফারগুলি। চলতি মাসে অনেক গাড়িতে ভারী ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানিগুলি। এই অফারটি ব্যবহার করে আপনি নতুন গাড়িতে অনেক টাকা বাঁচাতে পারবেন।

টাটা টিয়াগোআপনি এই গাড়িতে ২০,০০০-এর কাস্টমার স্কিম ও ১০,০০০-এর এক্সচেঞ্জ অফার- সহ মোট ৩০,০০০ টাকা পর্যন্ত বাঁচাতে পারেন।

হুন্ডাই স্যান্ট্রোএই Hyundai গাড়িটি ১৫,০০০ টাকার নগদ ছাড় দিচ্ছে। সঙ্গে পাবেন ১০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস ও ৩০০০-এর কর্পোরেট ডিসকাউন্ট । এই অফারগুলি ভেরিয়েন্টের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।

মহিন্দ্রা বোলেরোএই গাড়িতে মোট ২৮,০০০ টাকার অফার পাওয়া যাচ্ছে। এই ৭ সিটার গাড়ির ভেরিয়েন্টের উপর নির্ভর করে ৬৫০০ টাকা পর্যন্ত নগদ ছাড় ছাড়াও ১০,০০০ টাকার এক্সচেঞ্জ সুবিধা ও ৮৫০০ টাকার আনুষাঙ্গিক সুবিধা পাবেন। 

টাটা টিগরএই গাড়িতে ২০,০০০ টাকার কনজিউমার স্কিম ও ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ ডিসকাউন্ট রয়েছে। বিভিন্ন ভেরিয়েন্টের ওপর নির্ভর করে টাটা গাড়িতে মোট ৩৫০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারেন।

হুন্ডাই অরাHyundai Grand i10 Nios-এ পাবেন ২৫০০০ টাকার নগদ ছাড়। এতে আরও পাবেন ৩০০০টাকার  কর্পোরেট ডিসকাউন্ট।  পাশাপাশি এতে পাবেন ১০,০০০টাকার এক্সচেঞ্জ বোনাস। এইভাবে, আপনি এই গাড়িটি কিনতে ৩৮,০০০ টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন।

মহিন্দ্রা মারাজ্জোএই MPV-তে পাবেন ২০,০০০ টাকার নগদ ছাড়, ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ অফার ও ৫২০০ টাকার কর্পোরেট বোনাস ৷

টাটা হ্যারিয়ারTata Harrier-এর কাজিরাঙ্গা ও জেট সংস্করণগুলিতে ৩০,০০০ টাকার কাস্টমার স্কিম। সঙ্গে রয়েছে ৩০,০০০ টাকার এক্সচেঞ্জ অফার সহ মোট ৬০,০০০ টাকা ছাড়। 

গ্র্যান্ড i10 NiosHyundai Grand i10 Nios-এ পাবেন ৩৫০০ এর নগদ ছাড়। সঙ্গে পাবেন ১০,০০০ এর এক্সচেঞ্জ বোনাস। এ ছাড়াও ৩০০০ এর কর্পোরেট ডিসকাউন্ট পাওয়া যাবে গাড়িতে। এইভাবে এই গাড়ি কিনলে আপনি বিভিন্ন ভেরিয়েন্টের ওপর নির্ভর করে ৪৮,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন।

টাটা সাফারিএই টাটার গাড়িতে মোট ৬০,০০০ টাকার অফার পাওয়া যাচ্ছে। এই SUV-র ভেরিয়েন্টের উপর নির্ভর করে ৩০,০০০ টাকা পর্যন্ত একটি কনজিউমার স্কিম ও ৩০,০০০ টাকা এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাওয়া যাবে।

Mahindra XUV 300মহিন্দ্রার এই SUV গাড়িটি পেট্রল ভেরিয়েন্টে  ২৯,০০০-এর নগদ ছাড় ও ডিজেল ভেরিয়েন্টে ২৩,০০০ টাকা ছাড় পাওয়া যাবে। এর সঙ্গে ১০,০০০ টাকা মূল্যের আনুষাঙ্গিক, এক্সচেঞ্জ ডিসকাউন্ট হিসাবে ২৫,০০০ এর অফার ও ৪,০০০ এর কর্পোরেট বোনাস সহ পাওয়া যাবে।


Car loan Information:

Calculate Car Loan EMI