কলকাতা : ভবানীপুর উপনির্বাচনে বিপুল ভোটে জয়ের পর আজ শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুপুর ২ টোয় বিধানসভার অধিবেশন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠান। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও আরও দুই নবনির্বাচিত বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
ভবানীপুর উপনির্বাচনে নিজের রেকর্ড নিজেই ভাঙেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৩০ সেপ্টেম্বরের ভোটের ফল বের হয় ৩ অক্টোবর। ২০১১ সালের উপনির্বাচনে তিনি এই কেন্দ্র থেকে ৫৪ হাজারের বেশি ভোটে জিতেছিলেন। এবারের উপনির্বাচনে, সেই মার্জিন বেড়ে ৫৮ হাজার ছাড়িয়ে যায়। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় পেলেন প্রায় ৭২ শতাংশ ভোট। ২০১১-য় নিজের রেকর্ডকে ২০২১-এ ছাপিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়! ২০১১ সালের বিধানসভা ভোটে ভবানীপুর কেন্দ্র থেকে
তৃণমূল প্রার্থী সুব্রত বক্সী জিতেছিলেন ৪৯ হাজার ৯৩৬ ভোটে। উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় সেই মার্জিন বাড়িয়ে করেন ৫৪ হাজার ২১৩। এবারও বিধানসভা ভোটে ভবানীপুর কেন্দ্র থেকে শোভনদেব চট্টোপাধ্যায় জিতেছিলেন ২৮ হাজার ৭১৯ ভোটে। আর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জিতলেন ৫৮ হাজার ৮৩৫ ভোটে। অর্থাত, দ্বিগুণেরও বেশি ভোট। অর্থাৎ নিজের এবং ভবানীপুর কেন্দ্রের পুরনো সব রেকর্ড ভেঙে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে দলনেত্রী বিপুল জয়ের পর, এবার তাঁকে মোদি বিরোধী জোটের মুখ করার জন্য আরও জোরাল সওয়াল শুরু করেছেন তৃণমূল নেতারা।
অন্যদিকে, সামশেরগঞ্জে ২৬ হাজারের বেশি ভোটে জেতেন আমিরুল ইসলাম। দ্বিতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের জইদুর রহমান। ২০১৬-র পর এবারও তৃতীয় স্থানে বিজেপি। কমেছে ভোটও। অন্যদিকে জঙ্গিপুরে পরপর দু’বার জিতলেন তৃণমূল প্রার্থী জাকির হোসেন। ২০১৬-র তুলনায় ব্যবধান বাড়ল প্রায় পাঁচ গুণ! অন্যদিকে, পরাজিত হলেও আগের থেকে ভোট বেড়েছে বিজেপির। আজ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও আরও দুই নবনির্বাচিত বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
৩০ অক্টোবর, নদিয়ার শান্তিপুর, কোচবিহারের দিনহাটা, উত্তর ২৪ পরগনার খড়দা ও দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় উপনির্বাচন। ভোটের ফল ঘোষণা হবে ২ নভেম্বর।