বিটন চক্রবর্তী, হিন্দোল দে, সুদীপ্ত আচার্য, কলকাতা : তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( Abhishek Banerjee ) স্থান কোথায়? কার কতটা গুরুত্ব? এই নিয়ে দলেই ভিন্নমত। কুণাল ঘোষের ( Kunal Ghosh ) সঙ্গে একমত নন মদন মিত্র (Madan Mitra ) , তাপস রায়ের ( Tapas Roy ) মতো বিধায়করা। 


বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের বিশেষ সভায় পুরনো ফর্মে দেখা গেছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে। ফের সেই পুরনো মেজাজে। যেখানে সশরীরে উপস্থিত ছিলেন না অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। কিছুক্ষণের জন্য ভার্চুয়ালি যোগ দেন তিনি। সেদিন মঞ্চেও ছবি ছিল শুধুমাত্র মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের। এরপর এবিপি আনন্দকে বিস্ফোরক সাক্ষাৎকার দেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। 


কুণাল বলেন, 'অভিষেকের বোধ হয় মঞ্চে দৃশ্যত শারীরিকভাবে না আসতে পারলেও, অভিষেকের একটা ছবি থাকা উচিত ছিল।' কুণালের তাৎপর্যপূর্ণ মন্তব্য, 'জুটিটাকেই রাখতে হবে, আমি একবারও বলছি না অভিষেক ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন না, এটা কথা নয়। আবার অভিষেক তৃণমূল না করলে অভিষেকের চলবে না সেরকমও ব্যাপার নয়।' 


নেতাজি ইন্ডোরের সভার পর থেকে নানা মহলে জল্পনা, কোথাও কি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মধ্য়ে মতভেদ তৈরি হয়েছে? কারণ সভার পর কুমাল ঘোষ এবিপি আনন্দে যে প্রতিক্রিয়া জানিয়েছেন, তার সঙ্গে একমত নন মদন মিত্র, তাপস রায়। 'অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক একেবারে রক্তের সম্পর্ক যারা আমার মনে হয় কুনাল খুব সিনিয়র ছেলে এবং একজন সাংবাদিক। বিজ্ঞানে একটা সংস্থান আছে যে ব্লাড ইজ থিকার দ্যান এনিথিং। রক্ত বড় গভীর রক্তের সম্পর্ক। সব থেকে বুদ্ধিমান সেই হবে যারা এর মধ্যে ঢুকতে চাইবে না।' 


প্রবীণ তৃণমূল নেতা তাপস রায়ের মন্তব্যও এই বিষয়ে তাৎপর্যপূর্ণ। 'মমতা বন্দ্যোপাধ্যায় কে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়,এরা দুজনেই আমাদের এই মুহূর্তে দলের অত্যন্ত প্রয়োজনীয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে কখনও কোনও ভাবনা চিন্তা কারোরই মাথায় নিশ্চিত ভাবে ঘোরে না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ইদানিং কালে তার যোগ্যতায় এবং আমরা সকলেই চাই এবং চেয়েছি সে নিজেকে একটা জায়গায় নিয়ে এসেছে।  সুতরাং এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ।'  


এছাড়া আরও একটি বিষয় নিয়ে মতের ফারাক স্পষ্ট হয়েছে দলে। নবীন না প্রবীণ? আগামীদিনে কাদের বেশি গুরুত্ব? এই নিয়ে দলের অন্দরেই রয়েছে ভিন্নমত। কেউ চাইছেন প্রবীণদের পদে রেখে দিতে, কেউ আবার নবীনদের সুযোগ দিয়ে প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর পক্ষে। তৃণমূলের নবীন-প্রবীণের দ্বন্দ্বের জল্পনা বারবার সামনে এসেছে। উঠেছে নতুন তৃণমূলের ডাকও! লোকসভা ভোটের আগে এই জল্পনায় কি জল ঢালতে পারবে শীর্ষ নেতৃত্ব? সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন :


কলকাতায় কখন মঞ্চে উঠবেন শাহ? ভোটকে পাখির চোখ করে কখন কী কর্মসূচি?