কলকাতা : 'রাজা চলে বাজার তো কুত্তা ভোকে হাজার। এটা মাথায় রাখতে হবে যে কাজ করবে গালাগালি সেই খাবে এটা কলিকালের নিয়ম।'


আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুন থেকে একের পর এক ঘটনায় ইতিমধ্য়েই প্রবল সমালোচনার মুখে পড়েছে পুলিশ।এই প্রেক্ষাপটেই রবিবার আলিপুর বডিগার্ড লাইন্সের পুজোয় গিয়ে পুলিশকে কড়া হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। আর জি কর-এ ধর্ষণ-খুনের ঘটনায়, ইতিমধ্য়েই প্রবল সমালোচনার মুখে পড়েছে পুলিশ। সরানো হয়েছে দুজন আইপিএস অফিসারককে। গ্রেফতার হয়েছেন একজন ওসি। সম্প্রতি বাঁশদ্রোণীতে পে লোডারের ধাক্কায় পড়ুয়া মৃত্যুর ঘটনায় ওসিকে কাদা জলে দাঁড় করিয়ে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা। জয়নগরের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে ফাঁড়িতে ভাঙচুর চালায় সাধারণ মানুষ। এই প্রেক্ষাপটেই রবিবার আলিপুর বডিগার্ড লাইন্সের পুজোয় গিয়ে পুলিশকে কড়া হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। অপরাধের প্রতি জিরো টলারেন্ট হতে হবে, আবারও সেই বার্তা দিলেন তিনি। বললেন,  'আমাদের এখানে ৩টে ফাঁসির আদেশ ইতিমধ্যেই হয়েছে। আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ পকসো কোর্টে করে ৩ মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে।' 


পুলিশকে বাইরে থেকে 'কুল' ও ভিতরে 'বোল্ড' হওয়ার বার্তা দিলেন রাজ্যের পুলিশ মন্ত্রী। 'যারা শয়তান আমিই হই আর আপনিই হোন তাঁদের কোনওরকম ক্ষমা করবেন না, সে যেই হোক। কড়া পদক্ষেপ নিন। সরকার পুরোপুরি পুলিশ ফোর্সের সঙ্গে আছে। সত্যের জয় হোক। ' 


বারবার, সাধারণ মানুষের ক্ষোভের মুখে পুলিশ। প্রশ্ন উঠছে তাঁদের কর্মদক্ষতা নিয়ে। কিন্তু, মুখ্যমন্ত্রী বললেন, মানুষকে বিপদে পড়লে এই উর্দিধারীদের সাহায্যই প্রথম চাইতে হয়। আর তাঁরা 'ফুলিশ' নয় ! 'আপনার বাড়ির সামনে অপরাধ হলে, সেই পুলিশকে গিয়েই আগে আপনাকে ডাকতে হয়। তাঁদের সবাইকে সরিয়ে দিতে হবে! অন্যায়টা জানল না, অপরাধ হয়ে গেল! কেউ যদি অন্যায় করে তাঁর বিরুদ্ধে সাজা হওয়া দরকার। কিন্তু কেউ যদি বিনা অপরাধে অপরাধী হয়, তাহলে যাঁরা এই অপরাধ করেছে তাঁদের শাস্তি হবে তো? আমি অপেক্ষা করবে সেদিনের জন্য।' 


পুলিশের উদ্দেশে আরও কড়া হওয়ার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'মনে রাখবেন আরও শক্তিশালী হতে হবে। পুরোপুরি কাজটা সামলাতে হবে। ওপরে থাকবেন 'কুল' আর ভিতরে থাকবেন 'বোল্ড'। এটা মাথায় রাখতে হবে। রাফ এ্যান্ড টাফ থাকতে হবে। কখনও কখনও নরম হতে হবে। আপনাদের কাজের ধারা মানবিকতা। '


আরও পড়ুন :


পার্ক স্ট্রিটের থানার রেস্ট রুমে মহিলার শ্লীলতাহানির অভিযোগ, সাসপেন্ড অভিযুক্ত SI