কলকাতা: RG কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকে ধর্ষণ ও খুনের (RG Kar Doctor Death Case) ঘটনা নিয়ে যখন উত্তাল রাজ্য। চারিদিকে দোষীদের শাস্তি ও থ্রেট কালচারের বিরুদ্ধে সরব হচ্ছেন বিভিন্ন স্তরের বিশিষ্ট মানুষরা। এর মাঝেই পার্ক স্ট্রিট থানার (Park street Thana) রেস্ট রুমে একজন মহিলা সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানি (Physical harassed) করার অভিযোগ উঠল ওই থানাতেই কর্মরত একজন সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে। 


এই বিষয়ে কলকাতা পুলিশ কমিশনার, জয়েন্ট সিপি ক্রাইম, ডিসি সাউথ ও পার্ক স্ট্রিট থানার ওসির কাছে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা সিভিক ভলান্টিয়ার। তারপরই অভিযুক্ত এসআইকে সাসপেন্ড করা হয়েছে বলে জানালেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা।


পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৭ সালে পার্ক স্ট্রিট থানায় সিভিক ভলান্টিয়ার পদে যোগ দিয়েছিলেন ওই মহিলা। তারপর থেকে সেখানেই কর্মরত ছিলেন তিনি। গত ৪ অক্টোবর রাতে ডিউটি জয়েন করার পর রাত একটা ১০ মিনিটে থানার তিন তলায় অবস্থিত রেস্ট রুমে ওই সিভিক ভলান্টিয়ারকে ডেকে পাঠিয়ে পুজোর পোশাক দেন অভিযুক্ত এসআই। আর পোশাক দেওয়ার পর অভিযুক্ত এসআই ওই সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। ঘটনারটির সময় অভিযুক্ত মত্ত অবস্থায় ছিলেন বলেও অভিযোগ। শ্লীলতাহানির ঘটনার পর নিচে নেমে এসে পার্ক স্ট্রিট থানার সেই সময়ে ডিউটি অফিসারের দায়িত্বে থাকা পুলিশ আধিকারিককে অভিযোগ জানাতে গেলে তিনি তা নিতে অস্বীকার করেন বলে অভিযোগ। এমনকী বিষয়টি মিটিয়ে নেওয়ারও পরামর্শ দেন তিনি।


কিন্তু, তাতে রাজি না হয় নিজের মামাকে ফোন করেন নির্যাতিতা। কিন্তু, তাঁর ফোন বন্ধ থাকায় মামার বন্ধুকে ফোন করে সমস্ত ঘটনা জানান তিনি। পরে স্পিড পোস্টের মাধ্যমে কলকাতার পুলিশ কমিশনার, জয়েন্ট সিপি ক্রাইম, ডিসি সাউথের কাছে অভিযোগ জানান। এরপরই অভিযুক্তকে এসআইকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টির খবর ছড়িয়ে পড়তে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে পুলিশ মহলে। প্রশ্ন উঠছে থানার মধ্যেই যদি এভাবে একজন সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানির ঘটনা ঘটে তাহলে সাধারণ মহিলারা কতটা সুরক্ষিত এই সমাজে তা নিয়ে প্রশ্ন উঠছে?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: Joynagar News: জয়নগর কাণ্ডে কাঁটাপুকুর মর্গে তুলকালাম, ৪ বিরোধী নেত্রীর বিরুদ্ধে মামলা পুলিশের