কলকাতা: সুস্থ থাকতে গেলে প্রাণ খুলে হাসতে হবে। সুস্থ থাকার দাওয়াই দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  বৃহস্পতিবার ভবানীপুরে কাঁসারি পাড়ার শীতলা মন্দিরের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বক্তব্য রাখার সময় এমন টিপস দিলেন মুখ্যমন্ত্রী। 


কী বললেন তিনি?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, 'মন বড় করতে হবে। বিশ্বাস করতে হবে মানুষকে। ভালকে দেখে শিখুন। ভাল কথা ভাবুন। মন খুলে হাসুন। দেখবেন জীবনা কত সুন্দর থাকবে, কত মধুর থাকবে।' মুখ্যমন্ত্রী আরও বলেন, 'প্রাণ খুলে হাসুন, প্রাণ খুলে হাসার জন্য লাফিং ক্লাবে (Laughing Club) যাওয়ার দরকার নেই। তার জন্য বাড়ির সামনে যাঁরা পাড়া-প্রতিবেশীর আছেন, তাঁদের সঙ্গে মিশুন, কথা বলুন, হাসুন। অফিসে যারা বন্ধুবান্ধব আছে তাঁদের সঙ্গে কথা বলুন, হাসুন। বন্ধুদের সঙ্গে কথা বলুন। যে যেখানে কাজের মধ্যে আছেন সে সেখানে হাসুন।'


সিঙ্গুরের সময়ের একটি ঘটনা:
তিনি আরও বলেন, 'আমি সব ধর্ম মানি, ইদের সময় রোজা ভাঙাতে চাই, ইফতারেও যাই, গুরুদ্বারে হালুয়া চেয়ে খাই। দুর্গাপুজোয় ভোগ খাই।' তিনি সিঙ্গুর আন্দোলনের সময়ের একটি ঘটনাও বলেন। মুখ্যমন্ত্রী বলেন, 'যখন সিঙ্গুর নিয়ে জমির আন্দোলন চলছিল, অনশন করছিলাম। যেদিন শুরু করলাম সেদিন মা সন্তোষীর ব্রত শুরু করলাম। ঠাকুরের কাছে বলেছিলাম। কৃষকরা জমি ফিরে পেলে ছোট্ট মন্দির করে দেব এবং সন্তোষী মায়ের ব্রত করব। কাল আমি সেই মন্দিরটাই দেখতে যাব।' সম্প্রীতির বার্তাও দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'আমি সব ঠাকুরেরই সাধক, সব ধর্মের সাধক, সব ধর্মকেই নিজের ধর্ম বলে মনে করি। তিনি আরও বলেন, 'আমি সব ধর্ম মানি, ইদের সময় রোজা ভাঙাতে চাই, ইফতারেও যাই, গুরুদ্বারে হালুয়া চেয়ে খাই। দুর্গাপুজোয় ভোগ খাই।'
 
সম্প্রতি পুরুলিয়ার প্রশাসনিক মিটিংয়ে গিয়ে রোগা থাকার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর ওজন দেখে যার জীবনযাপন শুনতে চেয়েছিলেন তিনি। ওই ব্যাক্তি প্রতিদিন সকালে পকোড়া খান শুনে বিস্মিত হয়েছিলেন। তাঁকে পকোড়া খেতে বারণ করেছিলেন, আর বলেছিলেন রোজ হাঁটতে। ব্যায়াম করেন কিনা সেটাও জানতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত মমতা পরামর্শ দিয়েছিলেন একমাস সেদ্ধ ভাত খেয়ে থাকতে। প্রায়শই বিভিন্ন সমস্যায় সহজ ও ঘরোয়া সমাধান দিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে (Chief Minister)। সম্প্রতি একটি প্রশাসনিক বৈঠতে শৌচাগার সংক্রান্ত একটি সমস্যা সমাধান করতে নিজের আমেরিকা সফরের একটি ঘটনা উদাহরণ হিসেবে তুলে ধরেছিলেন তিনি।   


আরও পড়ুন: ইলিশ নাকি চিংড়ি? অর্ডার করলেই বাড়িতে হাজির জামাইষষ্ঠীর পদ