আলিপুরদুয়ার : মাথার ওপর গনগনে সূর্যের আঁচ। আর্দ্রত-অস্বস্তি কার্যত আলামারা করে তুলছে শরীরকে। কিন্তু দলনেত্রীর সভা বলে কথা, মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছনোর অনেক আগেই প্যারড গ্রাউন্ড মাঠ ভরাতে শুরু করেছিলেন কর্মী-সমর্থকরা। ঘাসফুল শিবিরের (TMC) সমর্থকদের রাজ্য সরকারের কাজের খতিয়ান রেখে বিরোধীদের যখন একের পর এক আক্রমণ শানাচ্ছেন তৃণমূল সুপ্রিমো, তখনই ঘটে বিপত্তি।


চিন্তিত দলনেত্রী


মূল মঞ্চের ডান দিকে সংজ্ঞাহীন হওয়ার মতো অবস্থা হয় এক খুদের। মায়ের সঙ্গে এসে প্রচণ্ড রোদের তাপে অসুস্থ হয়ে পড়ে একটি বাচ্চা মেয়ে।  আর যে ঘটনা চোখ এড়ায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তিনি তৎক্ষণাৎ বক্তব্য থামিয়ে ছুটে যান সেদিকে। মঞ্চ থেকে নিজের জলের বোতল নিয়ে ছুড়ে দেন সেদিকে দাঁড়ানো কর্মী-সমর্থকদের উদ্দেশে। দ্রুত ওই কর্মীর চোখে-মুখে জল দেওয়ার পরামর্শ দিয়ে আরও জলের বোতল পাঠাতে বলেন। পাশাপাশি মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাদ্যায় নির্দেশ দেন, 'এখনই কোনও ডাক্তার দেখিয়ে নাও।'


'প্রবল গরম ও রোদে ডিহাইড্রেশনের জন্য এরকমটা হতে পারে' বলে তারপরই মাইক হাতে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি ওই ঘটনার পরই 'কথা পরেও বলা যাবে' জানিয়ে দ্রুত নিজের বক্তব্য শেষ করেও দেন তিনি।


উত্তরবঙ্গ সফর


এই মুহূর্তে তিনদিনের সফরে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক কাজের পাশাপাশি একাধিক দলীয় কর্মসূচিও রয়েছে তাঁর। তিনি উত্তরবঙ্গে পা রাখার আগেই পৃথক কোচ-কামতাপুর রাজ্যের দাবি তুলেছে কেএলও (KLO)। যে প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর আক্রমণ, '‘কয়েকজন নেতা আমায় ভয় দেখাচ্ছে, ‘উত্তরবঙ্গ ভাগ নিয়ে হুমকি দিচ্ছে। বন্দুক ভোঁতা করে দেব।' পাশাপাশি দলীয় কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, 'কারও উপর রাগ করে, দলটাকে ভুল বুঝবেন না। তৃণমূল না থাকলে, কোনও প্রকল্প আগামীদিনে হবে না। ভুল বোঝাবুঝি থাকলে, আমায় যা খুশি বলুন। ভুল আমরা করলে, সংশোধন করে নিই।'


আরও পড়ুন-'কোচ-কামতাপুর ভূখণ্ডে পা রাখলে রক্তগঙ্গা বইবে', মুখ্যমন্ত্রীর সফরের আগে হুমকি কেএলও প্রধানের