শিবাশিস মৌলিক, অর্ণব মুখোপাধ্য়ায় ও অনির্বাণ বিশ্বাস,  কলকাতা : শনিবার, ধর্না মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই প্রধানমন্ত্রী সম্পর্কে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে কুরুচিকর শব্দ ব্যবহারের অভিযোগ ওঠে। আর এই নিয়ে রবিবার রাস্তায় নামে বিজেপি। অমিত মালব্য সোশাল মিডিয়ায় লেখেন, মুখ্যমন্ত্রী হয়ে প্রকাশ্যে কুরুচিকর মন্তব্য, বাংলা এমন মুখ্যমন্ত্রী চায় না। 


রবিবার বর্ণ পরিচয় হাতে কলকাতায় মিছিল করে বিজেপি যুব মোর্চা। সেখানে ছবিতে মুখ্যমন্ত্রীর মুখে দেওয়া হয় মধু। রবিবার দুপুরে, মুরলিধর সেন লেন থেকে কলেজ স্কোয়ারের বিদ্য়াসাগরের মূর্তি পর্যন্ত মিছিল করে বিজেপি যুব মোর্চা।  


মুখমন্ত্রী শনিবার কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানাতে গিয়ে নিশানা করেন নরেন্দ্র মোদিকে। তখনই তিনি বলেন, 'রোজ মোদিজি বলছে, পাকা বাড়ি করে দিচ্ছি। *** তুমি প্রাসাদ অট্টালিকাতে থাকবে, আর এই গরিব লোকের মাথার ছাদটা কেড়ে নিয়েছো, তাঁকে দিচ্ছ না।' 


এই মন্তব্য করতে গিয়েই মুখ্যমন্ত্রী এমন এক শব্দ প্রয়োগ করেন বলে বিজেপির দাবি, যা অপমানকর। 


বিজেপি যুব মোর্চা রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ বলেন, 'আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী, আমাদের দেশের ১৪০ কোটি দেশবাসীর তিনি প্রতিনিধিত্ব করছেন। তাঁকে যেভাবে করে কু শব্দ প্রয়োগ করলেন, বাংলা ভাষা প্রয়োগ করলেন, এটা খুব দুর্ভাগ্য। এবং পশ্চিমবঙ্গবাসী হিসেবে, বাংলাভাষী হিসেবে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে ক্ষমাপ্রার্থী আছি।' 


এ বিষয়ে পাল্টা মন্তব্য করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ । তিনি বলেন, 'যারা রেপিস্টদের নিয়ে টিম তৈরি করে, তাদের বিকৃত কথার কোনও জবাব দেওয়ার প্রয়োজন তৃণমূল কংগ্রেস মনে করে না। শুভেন্দু অধিকারীর মুখ থেকে যে শব্দগুলি উচ্চারণ হয়, সেগুলো নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাক। কখনও বীরবাহা হাঁসদাকে বলছে, জুতোর নীচে থাকে।' 


দিন কয়েক আগেই, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সম্পর্কে শুভেন্দু অধিকারীর এক মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় ওঠে। রবিবার বিজোপির মিছিল  কলেজ স্কোয়ার পর্যন্ত গেলেও, সেখানে গিয়ে দেখা যায় বিদ্য়াসাগরের মূর্তি চত্বরের তালাবন্ধ। বাইরে থেকে প্রণাম করে মিনিট খানেক সেখানেই অবস্থান বিক্ষোভে বসে বিজেপি যুব মোর্চা।  


আরও পড়ুন: চোখধাঁধানো ডিজাইন! বৈদ্যুতিক গাড়ির বাজারে নয়া 'অবতার' মাহিন্দ্রার 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y