নয়াদিল্লি: বৈদ্যুতিক গাড়ির বাজারে নতুন চমক গাড়ি প্রস্তুতকারক সংস্থা মাহিন্দ্রার (Mahindra)। ভারত মবিলিটি গ্লোবাল এক্সপো (Bharat Mobility Expo)-তে সামনে এল মাহিন্দ্রার এই নতুন গাড়ি- যার নাম Mahindra BE Rall E Concept. BE 05 কনসেপ্টের উপর অফ-রোড রেসার এই Rall E.


BE.05 ক্যুপ-এর মতো SUV এর উপর নির্ভর করে তৈরি হয়েছে Rall E. লুক-এর দিক থেকে বেশ কিছু বদল আনা হয়েছে- রয়েছে অফ-রোড টাচ। 


গোলাকার হেডল্যাম্প (Round Head Lamp) রয়েছে এই ভার্সনে। রয়েছে নতুন লাইটিং DRL. বাম্পারে রয়েছে ক্ল্যাডিং। এই ভার্সানে রয়েছে বড় আকারের অফ-রোড টায়ার এবং জ্যাকড আপ (Jacked Up Stance) স্টান্স। 


BE.05 - কনসেপ্টের থেকে একটু আলাদা হতে পারে বাম্পার এবং টেইল-ল্যাম্প (Tail-Lamps), অফ-রোডিংয়ের দিকে লক্ষ্য রেখেই এমনটা করা হয়েছে।


অতিরিক্ত টায়ারের জন্য রয়েছে রুফ মাউন্টেড ক্যারিয়ার (Roof Mounted Carrier), রয়েছে অতিরিক্ত ব্যাটারি (Battery Pack) প্যাক। যাতে হঠাৎ চার্জ ফুরিয়ে যাতে মাঝরাস্তায় আটকে পড়তে না হয়। গাড়িটির রঙের দিকেও লক্ষ্য রাখা হয়েছে- বেশ চমকপ্রদ রয়েছে গাড়িটির রং।


অন্দরসজ্জার দিকেও ভালমতো খেয়াল রাখা হয়েছে। অফ-রোড ভাইবসের (Off Road Vibes) সঙ্গে তাল মিলিয়ে করা হয়েছে অন্দরসজ্জা। কেবিনের লুক-ফিল এবং আপহোলস্টারিতেও বদল আনা হয়েছে। 


বৈদ্যুতিক এসইউভি এবং স্ট্যান্ডার্ড BE.05 SUV এই দুটিই BE- রেঞ্জের মধ্যে থাকবে যখন আগামী বছরের মধ্যেই এটি ভারতের বাজারে আসবে।


BE-রেঞ্জে শুধুমাত্র বৈদ্যুতিক SUV-ই অন্তর্গত হবে। অন্যদিকে XUV-রেঞ্জের মধ্যেও অন্যান্য বৈদ্যুতিক SUV রয়েছে। মাহিন্দ্রার অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড থর (Thar)-এও বৈদ্যুতিক ভার্সন আসতে পারে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার একটি শো-তে এমন বৈদ্যুতিক থর-এর কনসেপ্ট দেখানো হয়েছে।


ভারতের গাড়ির দুনিয়ায় কবে, কতটা অগ্রগতি হয়েছে তার আভাস মেলে এই ভারত মবিলিটি গ্লোবাল এক্সপো (Bharat Mobility Global Expo)-তে। নয়া ডিজাইন থেকে শুরু করে গাড়ির দুনিয়ায় নতুন প্রযুক্তির আবিষ্কার। ভবিষ্যতে কী ধরনের গাড়ি তৈরি হতে চলেছে বা তৈরি করার চেষ্টা চলছে তার আভাস মেলে এখানে। এই বছর ১ থেকে ৩ ফেব্রুয়ারি রয়েছে এই অটো-এক্সপো। এই বছর অন্তত ৮০০ জন প্রদর্শক এসেছেন এখানে। ভিড় জমিয়েছিলেন বহু উৎসাহী।  


আরও পড়ুন: অনায়াসে নদী থেকে জঞ্জাল পরিষ্কার করছে রোবট, চমকে দিল সোশ্যাল মিডিয়া


Car loan Information:

Calculate Car Loan EMI