কলকাতা: স্ত্রী রেগে চিৎকার করলে কী করবেন? একজন বিবাহিত পুরুষের কী করা উচিত? কী কী করা উচিত না? এসবই বলে দিলেন এআইএমআইএম-এর (AIMIM) প্রধান এবং সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)। দলের একটি সভায় এমনই নানা টিপস দেন তিনি। আর সেই ভিডিও শেয়ার করেছেন খোদ আসাদউদ্দিন ওয়েইসি। AIMIM-এর X হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে সেই ভিডিও। কী রয়েছে তাতে?


ওই ভিডিওয় দেখা যাচ্ছে আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi on Manhood) বলছেন, একজন পুরুষকে তাঁর স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করা উচিত? তিনি বলছেন, 'আমি এটা অনেকবার বলেছি। যদিও অনেকেরই এটা মনের মতো কথা নয়। কোরানে কোথাও বলা হয়নি যে আপনার স্ত্রীকে আপনার কাপড় ধুতে হবে বা আপনার জন্য রান্না করতে হবে বা আপনার মাথা টিপে দিতে হবে। বরং এটা বলে যে স্ত্রীর রোজগারের উপর স্বামীর কোনও অধিকার নেই। কিন্তু স্বামীর রোজগারের উপর স্ত্রীর অধিকার রয়েছে কারণ তাঁকে সংসার চালাতে হয়।'


অনেকেই রান্না না করার জন্য তাঁর স্ত্রীকে দোষারোপ করেন বা স্ত্রীর রান্নার খুঁত ধরেন। সেই প্রসঙ্গ তুলে আসাদউদ্দিন ওয়েইসি বলছেন, 'অনেক পুরুষ স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেন। তাঁদের মারেন। যদি আপনি নবীর সত্যিকারের উপাসক হন, আপনি বলুন কোথায় তিনি কোনও নারীর গায়ে হাত তুলেছিলেন?' তাঁর সাফ বক্তব্য, 'অকারণে স্ত্রীর উপর রাগ মেটানোয় বা তাঁর উপর গায়ের ঝাল মেটানোয় কোনও পুরুষত্ব নেই। পুরুষত্ব মানে স্ত্রীয়ের রাগ সহ্য করা।'


 



এই প্রসঙ্গে বলতে গিয়ে একটি গল্পও টেনে আনেন তিনি। যেখানে সাহাবা রাসুল খলিফা ফারুক-ই-আজমের কাছে নিজের স্ত্রীর বিরুদ্ধে নালিশ নিয়ে গিয়েছিলেন। তিনি ফারুক-ই-আজমের বাড়িতে গিয়ে দেখলেন, তিনি নিজেই তাঁর স্ত্রীর বকুনি খাচ্ছেন। পরে সাহাবা ফারুক-ই-আজমকে জানান যে তিনি নিজেও একই অভিযোগ নিয়ে এসেছেন। তখন ফারুক-ই-আজম তাঁকে বলেন, 'উনি আমার স্ত্রী। উনি আমরা ঘরের সম্মান বজায় রাখেন। আমার সন্তানের জন্মদাত্রী। তাঁদের লালন-পালন করেন। উনিও মানুষ। যদি উনি আমায় রেগে কিছু বলেন, আমি শুনি। তুমিও এমনভাবে নিজে তৈরি কর।'   


আসাদউদ্দিন ওয়েইসির (Asaduddin Owaisi relationship advice) মতে, 'স্ত্রী পাল্টা কোনও উত্তর দিলে অনেকেরই তা না পসন্দ। অনেকে বন্ধুদের সঙ্গে গভীর রাত পর্যন্ত গল্প করেন। তাঁদের স্ত্রী, মায়েরা বাড়িতে অপেক্ষায় থাকেন। এগুলো বুঝতে হবে।' 


আরও পড়ুন: চোখধাঁধানো ডিজাইন! বৈদ্যুতিক গাড়ির বাজারে নয়া 'অবতার' মাহিন্দ্রার