কৃষ্ণনগর: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে সমবায় নির্বাচনে জয়ী হয়েছে বাম-বিজেপি (CPM, BJP)। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের বহরমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে সবক'টিই তাদের দখলে গিয়েছে। তৃণমূলকে (TMC) রুখতেই একজোটে লড়াই বলে তার পর মন্তব্য শোনা গিয়েছে দুই দলের প্রতিনিধিদের। নদিয়া সভায় তা নিয়ে মুখ খুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata banerjee)। কংগ্রেসকেও (Congress) তার সঙ্গে যুক্ত করে, তিন বিরোধী দলকে 'রাম-বাম-শ্যাম' বলে উল্লেখ করেন তিনি।


কৃষ্ণনগরে একযোগে বিজেপি, সিপিএনম, কংগ্রেসকে আক্রমণ মমতার


বুধবার নদিয়ার কৃষ্ণনগরে সভা করেন মমতা। সেখানেই বিরোধী শিবিরকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন। মমতা বলেন, "বিজেপি শুধু বড় বড় কথা বলে। আর তার দুই শাগরেদ সিপিএম আর কংগ্রেস। কিচ্ছু করে না। ভোটের সময় রাম-বাম-শ্য়াম, গদাই-মাধাই-গদাই এক হয়ে যায়। দেখবেন ভাল করে, ভোটের আগে তিনটি দল এক হয়ে যায়। পরস্পরের সঙ্গে কানাঘুষো, রাজনৈতিক এবং অন্য জিনিসের আদান-প্রদান চলে। এমনটাই চলে আসছে। এই সত্যটা প্রকাশ করে দিন।"


আরও পড়ুন: Mamata Banerjee: ভোট এলেই এনআরসি ঢোকে মাথায়, বাংলা ভাগের চেষ্টা বিজেপি-র, নদিয়ায় বললেন মমতা


উল্লেখ্য, পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে বহরমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বাম-বিজেপি জয়ী হয়েছে। ৬৩টি আসনের মধ্যে সবক'টিতেই জয়ী হয়েছে দুই দল। নন্দকুমারের বহরমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে তৃণমূলকে রুখতে সমবায় বাঁচাও মঞ্চ গড়ে ৬৩টি আসনে প্রার্থী দেয় বাম ও বিজেপি। ৪৬টি আসনে তৃণমূল প্রার্থী দিলেও পরে ৩৫ জন মনোনয়ন প্রত্যাহার করে নেন। ফলে আগেই ৫২টি আসনে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় জয়ী হয় বাম-বিজেপি। তৃণমূলকে রুখতেই একজোটে লড়াই, এমন মন্তব্যও শোনা যায় দুই দলের প্রতিনিধিদের মুখে। 


নন্দকুমার সমবায় সমিতির ভোটের পরই তৃণমূলের মুখে গোপন আঁতাতের তত্ত্ব


তাতেই 'রাম-বাম' তত্ত্ব তুলে ধরতে শুরু করে তৃণমূল। দলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ আগেই বলেন, "সিপিএম যে বিজেপির সঙ্গেই আছে, আরও একবার তা প্রমাণ হল।" এর পর কামারহাটির বিধায়ক মদন মিত্রও বুধবার এ নিয়ে মুখ খোলেন। বলেন, "আমি হুমকি দিচ্ছি না। আসা-যাওয়ার পথে সাবধান হবেন। রাস্তায় খানা-খন্দ রয়েছে, বাম্পার রয়েছে। কোথায় টপকে যাবেন নিজেদেরই বুঝতে অসুবিধা হবে। আমরা গুন্ডামি করে আটকাব না। গুন্ডামি ছাড়া এমন দাওয়াই আছে, যে তিন মিনিট লাগবে লাইনে আনতে।" তবে মদন হুঁশিয়ারির রাস্তায় গেলেও, মমতা গোপন আঁতাতের অভিযোগ তুলেছেন।