কলকাতা: বাম আমলে চিরকুটে চাকরি বিলির অভিযোগ নিয়ে উত্তাল বাংলার রাজনীতি। সেই আবহে মহার্ঘ বাতা আন্দোলন নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁকে বলতে শোনা গেল, "DA আন্দোলনের মঞ্চে বসে আছে চোর-ডাকাতরা। চোর-ডাকাত, যারা চিরকুটে চাকরি পেয়েছে, সব বসে আছে।" বকেয়া DA-র দাবিতে আন্দোলনকারীদের কটাক্ষ করলেন মমতা (DA Protests)।
রেড রোডে অম্বেডকর মূর্তির সামনে ধর্নায় বসেছেন মমতা
কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে রেড রোডে অম্বেডকর মূর্তির সামনে ধর্নায় বসেছেন মমতা। বুধবার সেখান থেকেই DA আন্দোলনকারীদের কটাক্ষ করেন। তিনি বলেন, "প্রতিদিন আপনারা ওখানে গিয়ে এই চাই, এখানে গিয়ে এই চাই...চোর-ডাকাতগুলো। যে চোর-ডাকাতগুলোর তালিকা রয়েছে। শশী (পাঁজা) দেখাও তুলে একবার...।" এর পর নিজেই তালিকা তুলে ধরে দেখান মমতা।
DA আন্দোলনে যাঁরা বসে রয়েছেন, তাঁরা চিরকুটে চাকরি পেয়েছিলেন বলে এ দিন দাবি করেন মমতা। তাঁর কথায়, "এমনিতে চিরকুটে চাকরি পেয়েছিল। সব গিয়ে বসে আছে DA আন্দোলনের ওখানে। তাদের কাছে আমাকে জ্ঞান শুনতে হবে? জ্ঞানদাতা, চোরেরা, ডাকাতরা, ডাকাত সর্দাররা।"
যদি মমতার এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন DA আন্দোলনকারীরা। তাঁদের দাবি, ১২ বছর হয়ে গিয়েছে ক্ষমতায় এসেছে তৃণমূল। তালিকা থাকলে এতদিন তদন্ত হল না কেন, প্রশ্ন তুলেছেন তাঁরা।
বামেদের নিশানা করে মমতা আরও বলেন, এ দিন মমতা বলেন, "যারা আজ ইডি-সিবিআই-বিএসএফের হয়ে বাড়াবাড়ি করছে, তারা আগে রাজনীতি করত না। আমি বলব, চাকরি জীবন কিন্তু পড়ে আছে, চড়া সুরে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। আন্দোলন করছেন, আমরা দিচ্ছি, কিন্তু কেউ পেনশনও দিচ্ছে না। যত যা কাগজ বেরোচ্ছে, সব করছে সিপিএম-কোঅর্ডিনেশন কমিটি করছে। বাম আমলের কোনও ফাইল পাবে না, সব পুড়িয়ে দিয়েছে। পেনশন নিয়ে একটু নাড়াচাড়া করি?"
রামনবমীতে অস্ত্র মিছিল করার হুঁশিয়ারি নিয়ে বিজেপি-কেও আক্রমণ মমতার
এ দিন বিজেপি-কেও নিশানা করেন মমতা। তিনি বলেন, "আর বিজেপি-র গুন্ডারা, একজন গুন্ডা বলছেন, টিভিতে রেকর্ড রয়েছে, রাম নবমীর দিন যা অস্ত্র পাব, নিয়ে বেরোব। দেখব কে কী করতে পারে। আরে তোর যা অস্ত্র আছে নিয়ে যা। আমি রামনবমীর মিছিল আটকাব না। কিন্তু মনে রেখো, মিছিল আমরাও করব, তোমরাও করবে, রমজান মাস চলছে। একটা মুসলিম এলাকায় গিয়ে হামলা করলে, তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে আইনত। মিছিলের অধিকার আছে, দাঙ্গার নেই। শান্তিতে অন্নপূর্ণা পূজা পালন করুন। রামনবমী পালন করুন। রমজান পালন করুন। আইন হাতে তুলে নেবেন না। আমরা কেউ দুর্বল নই। "