কলকাতা: শহিদ মিনারের সভা ফেরত টিএমসিপি (TMCP) কর্মী-সমর্থকদের লক্ষ্য করে চোর চোর স্লোগান উঠল। পার্ক সার্কাসে বাম-কংগ্রেসের মিছিল থেকে চোর চোর স্লোগান ওঠে বলে অভিযোগ। সেই সময় শহিদ মিনারের সভা থেকে ফিরছিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। স্লোগান শুনে পাল্টা বাস থামিয়ে দাঁড়িয়ে পড়েন তাঁরা। তাতে পরিস্থিতি তেতে ওঠে। তবে শেষ মেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ (Left Congress Rally)।


পার্ক সার্কাসে বাম-কংগ্রেসের মিছিল থেকে চোর স্লোগান ছুড়ে দেওয়া হয় বলে অভিযোগ


বুধবার শহিদ মিনারে সভা ছিল তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সভা সমাপ্ত হলে, সেখান থেকে বাসে চেপে তৃণমূল কর্মীরা ফিরছিলেন। সেই সময়ই পার্ক সার্কাসে বাম-কংগ্রেসের মিছিল থেকে তাঁদের উদ্দেশে চোর চোর স্লোগান ছুড়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় উত্তেজনা তৈরি হয়। পাল্টা বাস থামিয়ে দেন তৃণমূল কর্মীরা। বচসা, হাতাহাতির উপক্রম হয়।


পরিস্থিতি তেতে উঠতে আঁচ পেয়ে সেই সময় মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হন পুলিশকর্মীরা। কার্যত অনুরোধ করে, হাতজোড় করে দু'পক্ষকে শান্তি বজায় রাখার আবেদন জানান তাঁরা। তৃণমূল কর্মীদের বাস নিয়ে এগিয়ে যেতে বলেন। এ নিয়ে প্রশ্ন করলে, বাম-কংগ্রেস কর্মীদের বক্তব্য ছিল, "চোরকে চোর বলা অন্যায় নাকি! কোথায় লেখা রয়েছে, চোরকে চোর, ডাকাতকে ডাকাত, স্মাগলারকে স্মাগলার বলা বলা যাবে না! ভারতের আইন বলছে, চুরি করলে শাস্তি হবে। জেলে যাবে। তৃণমূলের একাধিক নেতা, মন্ত্রী, উপাচার্যরা জেলে রয়েছেন। চোরদের মিছিল হচ্ছে, সভা হচ্ছে, স্লোগান তো উঠবেই!"


আরও পড়ুন: Mamata Banerjee: 'বিজেপি করলেই ধুয়েমুখে সাফ'! ধর্নামঞ্চে উঠল প্রতীকী ওয়াশিং মেশিন, কালো কাপড় সাদা হল মমতার হাতে


কিন্তু নেতাদের নাম দুর্নীতি মামলাতে জড়ালেও, কর্মী-সমর্থকদের লক্ষ্য করে কেন স্লোগান দেওয়া হল, প্রশ্ন করলে, বাম-কংগ্রেস সমর্থকরা জানান, তৃণমূলের কর্মী-সমর্থকরাই প্রথম স্লোগান দিতে শুরু করেন। তার পর তাঁরা পাল্টা স্লোগান তোলেন। শেষ মেশ অপ্রীতিকর কিছু না ঘটলেও, এই ঘটনায় তেতে ওঠার উপক্রম হয় পার্ক সার্কাস চত্বর। পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


বুধবার কলকাতায় মহাটক্কর, পথে নামল তৃণমূল, বিজেপি, বাম-কংগ্রেস


বুধবারের মহানগরে মহাটক্কর। রেড রোডে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্নায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অদূরে শহিদ মিনার চত্বরে তৃণমূল ছাত্র পরিষদের সভায় বক্তৃতা করেন অভিষেক। অন্য দিকে শ্যামবাজারে কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের দুর্নীতির অভিযোগে অবস্থান বিজেপি-র। আবার রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে শহরে একযোগে পথে নেমেছে বাম-কংগ্রেস। কেন্দ্রীয় বঞ্চনা এবং তৃণমূলের 'অপশাসন'ও উঠে এসেছে তাদের মুখে।