কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনীতির মেগা ইভেন্ট ঘিরে দিনভর সরগরম রইল শহর কলকাতা। আক্রমণ, পাল্টা আক্রমণস, বাগযুদ্ধের সাক্ষী হলেন শহরবাসী। তা থেকে বাদ গেলেন না রাজ্য রাজনীতির হেভিওয়েটরাও। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মধ্যেও বাগযুদ্ধ তীব্র আকার ধারণ করল। 

রেড রোডে অম্বেডকর মূর্তির সামনে ধর্নায় বসেছেন মমতা

কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে রেড রোডে অম্বেডকর মূর্তির সামনে ধর্নায় বসেছেন মমতা। তাঁর সেই ধর্না নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন শুভেন্দু। সংবিধানে ছুঁয়ে শপথ নেওয়া, নির্বাচিত জনপ্রতিনিধি এ ভাবে ধর্নায় বসতে পারেন না বলে দাবি করেছিলেন শুভেন্দু। এমনকি মমতা মর্জিতে চলেন, নিয়ম-কানুনের ধার ধারেন না বলেও আক্রমণ শানিয়েছিলেন। 

তার জবাব দিতে ছাড়েননি মমতাও। ধর্নামঞ্চ থেকেই বিরোধী দলনেতাকে জবাব দেন তিনি। যদিও সরাসরি শুভেন্দুর নাম মুখে আনেননি মমতা। তাঁৎ বক্তব্য ছিল, "আমি নাকি ধর্নায় বসতে পারি না! আমি জানি না, নতুন করে কোনও দয়ার সাগরের জন্ম হয়েছে কিনা। সংবিধান নিয়েও জ্ঞান দিচ্ছেন! আমার দরকার পড়লে, প্রধানমন্ত্রীর বাসভবনের সামনেও ধর্নায় বসতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়।"

আরও পড়ুন: Mamata Banerjee: 'চিরকুটে চাকরি পেয়েছেন যাঁরা, তাঁরাই DA আন্দোলনে বসে রয়েছেন', ধর্নামঞ্চ থেকে বললেন মমতা

শুধু তাই নয়, এ দিন মমতা আরও বলেন, "কথা বলতে শিখিয়েছিলাম। তিন-তিন বার হেরেছিল। আমি নিজে গিয়েছিলাম। তখন কংগ্রেসে ছিল। লক্ষ্মণ শেঠের কাছেও হেরেছিল। হেরেছিল অখিল গিরির কাছেও...তার পিতৃদেব! হাতে ধরে জিতিয়ে এনেছিলাম।" সম্পত্তি নিয়েও শুভেন্দুকে এ দিন আক্রমণ করেন মমতা। বলেন, "ক'টা বাড়ি তোর, ক'টা ট্রলার, ক'টা পেট্রোল পাম্প? আরও অনেক আছে। বললাম না।"

আক্রমণ, পাল্টা আক্রমণে মমতা এবং শুভেন্দু

মমতার মন্তব্যে প্রতিক্রিয়া জানাতে গিয়ে পাল্টা আক্রমণের পথে হাঁটেন শুভেন্দুও। কথা বলতে শেখানো নিয়ে প্রতিক্রিয়া চাইলে বলেন, "উনি মালিনী ভট্টাচার্যের কাছে হেরেছিলেন। ২০০৪ সালে প্রার্থী খুঁজে পাননি। হারা নিশ্চিত ছিল। আমাকে অনুরোধ করেছিলেন। হাতে ধরে অনুরোধ করেছিলেন উনি। ওঁর দলের মান-সম্মান রক্ষা করেছি। আমি ওঁকে হারিয়েছি। প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। লিখে রাখুন। কালীঘাটের মন্দিরের সামনে, রাস্তার পাশে বসতে হবে।" সম্পত্তির প্রশ্নে শুভেন্দু বলেন, "আড়াই বছর হয়ে গেল, কিছুই বের করতে পারলেন না। আমার হলফনামা দেখে নিতে পারেন।"