কলকাতা : গত জানুয়ারিতেই মেদিনীপুর মেডিক্যালসে প্রসূতি মৃত্যুর ঘটনায় মোট ১২ জনকে সাসপেন্ড করেছিল রাজ্য। সোমবার ডক্টরস মিট থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা, জুনিয়র ডাক্তারদের উপর থেকে সাসপেনশন তুলে নেওয়া হল। 

মেদিনীপুর মেডিক্যালসে প্রসূতি মৃত্যুর ঘটনায় উঠে আসে সিনিয়র ডাক্তারদের নামও। অভিযোগ ওঠে, সরকারি হাসপাতালে ডিউটি থাকাকালীনই এক চিকিৎসক বেসরকারি হাসপাতালে অপারেশন করতে গিয়েছিলেন। এই প্রেক্ষাপটে চিকিৎসকদের মুখ্যমন্ত্রী ন্যূনতম ৮ ঘণ্টা সরকারি হাসপাতালে পরিষেবা দিন। তারপর প্র্যাক্টিস করতেই পারেন। 

মুখ্যমন্ত্রীর বক্তব্য : 

মুখ্যমন্ত্রী আরও বলেন, মেদিনীপুরের ঘটনায় নিশ্চিতভাবে গাফিলতি ছিল। পুলিশ তার তদন্ত করছে। তবে যাঁরা জুনিয়র ডাক্তার তাঁদের উপর সিনিয়ররা দায়িত্ব ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন। তাই তাঁদের ভবিষ্যতের কথা ভেবে জুনিয়র ডাক্তারদের উপর থেকে সাসপেনশন প্রত্যাহার করা হচ্ছে। মুখ্যমন্ত্রী সোমবারও জানান, 'সেদিনের ঘটনায় অবশ্যই গাফিলতি ছিল। সেটা তদন্ত হচ্ছে। জুনিয়র ডাক্তারদের কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছিল। তাদের রিপোর্টও পুলিশ পেয়েছে। এটাও ঠিক, তাঁরা এখনও পাকাপোক্ত হয়নি। তাদের ওপর ছেড়ে দিয়ে যাওয়াটাও ঠিক হয়নি একতরফা ভাবে। তাই তাঁদের ভবিষ্যতের কথা ভেবে আমি সাসপেনশন তুলে নিচ্ছি।' 

বছরের শুরুতেই রাজ্যজুড়ে তোলপাড় পড়ে যায় মেদিনীপুর মেডিক্যালসের এক ঘটনাকে কেন্দ্র করে।  এক প্রসূতির মৃত্যু এবং আরও চার প্রসূতির গুরুতর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় চিকিৎসকদের একাংশ দায়ী করেন  স্য়ালাইনকে। কিন্তু মুখ্যমন্ত্রী দাবি করেন, তদন্তকমিটির রিপোর্ট বলছে এই মৃত্যুর জন্য দায়ী চিকিৎসকরাই । ঘটনায় সাসপেন্ড করা হয় ৭ জন  জুনিয়র চিকিৎসককে।       

প্রসবের পরদিনই মৃত্য়ু হয় মেদিনীপুর মেডিক্য়াল কলেজে ভর্তি থাকা প্রসূতির। সুস্থ সন্তানের জন্ম দেন চন্দ্রকোণার বাসিন্দা, মামণি রুইদাস। পরিবারের অভিযোগ ছিল, স্য়ালাইন দেওয়ার পরই প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরেরদিনই মৃত্য়ু হয়। এই ঘটনায় রাজ্যের তদন্তে স্যালাইনে বিষক্রিয়া নয়, চিকিৎসকদের গা-ফিলতিই সামনে আসে। তারপরই মুখ্যমন্ত্রী জানান, ১২ জনের সাসপেনশনের কথা।  জুনিয়র চিকিৎসকদের ভাতা-বৃদ্ধির ঘোষণা 

এদিনের মিটিং থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন,  ইনটার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি-দের বেতন ১০ হাজার টাকা বাড়িয়ে দেওয়া হবে।  সিনিয়রদের বেতন বাড়নো হয় ১৫ হাজার।                    

 

আরও পড়ুন : হাওড়ায় সাত সকালেই ভয়ঙ্কর দুর্ঘটনা ! চরম বিপদে ২০ জন বাসযাত্রী