কলকাতা: জেলার সংখ্যা বাড়তে চলেছে রাজ্যে। এমনটাই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। ডব্লিউবিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত হয়ে জেলা প্রশাসকদের প্রশংসায় পঞ্চমুখ হলেন মমতা (Mamata Banerjee)। এছাড়াও তিনি বলেন, ''আমাদের তো আরও জেলা বাড়বে। আজ ২৩টি জেলা। একদিন তো ৪৬টি জেলা হতে পারে। আজকে বিহারে দেখুন। ওদের প্রায় ৫০-৬০টি জেলা। আমাদেরও তো অনেক বড় বড় জেলা। সেগুলোকে তো ভাগ করতে হবে। তার জন্য পরিকাঠামো দরকার। অফিসার চাই। পরিকাঠামো যদিও বা আছে। কিন্তু অফিসার তো পর্যাপ্ত নয় আমাদের কাছে।''
কোভিড যোদ্ধাদের স্মরণ
কোভিডের বিরুদ্ধে যেভাবে সবাই লড়াই করেছে, তারও প্রশংসা করলেন মমতা। কোভিডের সময় চারজন ডব্লিউবিসিএস অফিসারের মৃত্যু হয়েছে। সেই প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ''লড়াই করতে গিয়ে প্রাণ হারিয়েছেন চারজন ডব্লিউবিসিসএস অফিসার। আমি অ্যাসোসিয়েশনকে অনুরোধ করবে যে যদি কোনওভাবে আমরা কোনও কাজে আসতে পারি, তাহলে আমি কৃতজ্ঞ থাকব। কোনও প্রয়োজনে আমাদের কাজে লাগালে আমি খুশি হব। যাঁদের মৃত্যু হয়েছে, তাঁরা লড়াই করতে গিয়ে প্রাণ হারিয়েছে। অনেকেরই বয়সও হয়নি তেমন।''
কেন্দ্রের বঞ্চনা
কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ''আজকে দুয়ারে সরকার বলুন, পাড়ায় সমাধানই বলুন বা অন্য যে কোনও কাজই বলুন কেন্দ্রীয় সরকারে অনেক কিছুতেই বিরোধীতা রয়েছে। শুনলাম একশো দিনের কাজের টাকাই ঠিক মতো দেয়নি। যেন মনে হচ্ছে যে নিজের পকেট থেকে টাকা দিচ্ছে। টাকাটা তো এখান থেকে নিয়ে যাচ্ছে সেখানেও যদি থাবা বসায় তাহলে কী করে হবে। আমি মনে করি কতগুলো কাজ কেন্দ্রের, কতগুলো রাজ্যের। আমাদের কোনও সমস্যা হলে তার সমাধান আমরা করতে পারি। যাঁরা যে পোস্টে আছেন, সেখান থেকে মানুষের কাজের সমাধান করুন।''
আরো পড়ুন: নবম-দশমের সহকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্ট