Lava Smartphones: ভারতে লঞ্চ হয়েছে লাভা ইয়ুভা ৩ ফোন (Lava Yuva 3)। লাভা ভারতের নিজস্ব সংস্থা। লাভা ইয়ুভা ৩ ফোনে (Budget Smartphone) রয়েছে একটি অক্টা-কোর Unisoc চিপসেট, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট। এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ আউট অফ দ্য বক্সের (Android 13 Out Of The Box) সাপোর্ট। এই ফোনে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ (Android 14) আপডেট পাওয়া যাবে বলে জানিয়েছে লাভা (Lava Smartphones) সংস্থা। তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে লাভা ইয়ুভা ৩ ফোন। দুটো র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে এই ফোন। 


ভারতে লাভা ইয়ুভা ৩ ফোনের দাম, কোথা থেকে কেনা যাবে, কবে থেকে শুরু হবে বিক্রি 


এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৬৭৯৯ টাকা। এছাড়াও ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭২৯৯ টাকা। ৭ ফেব্রুয়ারি থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। লাভা ইয়ুভা ৩ ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট, লাভা সংস্থার ই-স্টোর এবং দেশের অন্যান্য রিটেল স্টোর থেকে। এক্ষেত্রে উল্লেখ্য ৭ ফেব্রুয়ারি থেকে শুরু অ্যামাজনের মাধ্যমেই এই ফোন কেনা যাবে। আর অন্যান্য জায়গা থেকে ১০ ফেব্রুয়ারি এই ফোন কেনা যাবে। দামের নিরিখে বলাই যায় লাভা ইয়ুভা ৩ একটি বাজেট সেগমেন্টের ফোন। 


লাভা ইয়ুভা ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও রয়েছে একটি অক্টা-কোর Unisoc T606 প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি র‍্যাম যা ভার্চুয়াল ভাবে আরও ৪ জিবি বাড়ানো সম্ভব। এছাড়াও রয়েছে ১২৮ জিবি UFS 2.2 অনবোর্ড স্টোরেজ এবং অ্যান্ড্রয়েড ১৩- র সাপোর্ট।

  • লাভা ইয়ুভা ৩ ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত সেনসর এবং একটি ভিজিএ সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। পাওয়ার বাটনে যুক্ত রয়েছে এই সেনসর। 

  • এই বাজেট স্মার্টফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের চার্জার (ফোনের বাক্সে) রয়েছে। কানেক্টিভিটি অপশন হিসেবে লাভা ইয়ুভা ৩ ফোনে ৪জি, ওয়াই-ফাই, জিপিএস, ব্লুটুথ ৫.০, ইউএসবি টাইপ-সি পোর্ট- এইসব ফিচারের সাপোর্ট রয়েছে। এই ফোনে ৩.৫ মিলিমিটারের একটি অডিও জ্যাক রয়েছে। 


আরও পড়ুন- ফেব্রুয়ারি মাসে ১৫ হাজারের মধ্যে ভারতে কোন কোন ৫জি ফোন কিনতে পারবেন?