কলকাতা: বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে নাম না করে বিজেপি (BJP) এবং কেন্দ্রকে তীব্র আক্রমণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata banerjee)। ক্ষমতায় বসে থেকে এজেন্সি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন মমতা। যেদিন ক্ষমতার পালাবদল ঘটবে, সেই দিন এই এজেন্সিই গিয়ে কান মুলে দেবে বলেও মন্তব্য করেন তিনি। 


বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে বিজেপি-কে নিশানা মমতার!


বৃহস্পতিবার উত্তীর্ণয় বিজয়া সম্মিলনীতে যোগ দেন মমতা। সেখান থেকেই নাম না করে বিজেপি-কে নিশানা করেন তিনি। বিজয়া সম্মিলনীতে রাজনীতি টানতে পছন্দ করেন না, তা সত্ত্বেও করতে হচ্ছে বলে জানান তিনি। এর পরই মমতা বলেন, "কী ভাবে এরা! চারটি বাইক নিয়ে নামলেই আন্দোলন হয়! পুলিশকে লাঠি মারলেই আন্দোলন হয়! এজেন্সি নামিয়ে বাড়িতে বসে আন্দোলনের হিসেব করলে হয়!"


কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার কাজে ব্যবহার করা হচ্ছে বলে এর আগেও বিজেপি এবং কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল তৃণমূল। এ দিন মমতা বলেন, "আজ ক্ষমতায় আছো বলে এজেন্সি দেখাচ্ছো। কাল না থাকলে এই এজেন্সিই গিয়ে কান মুলে দেবে। তৈরি থেকো।"


আরও পড়ুন: Mamata Banerjee: 'গাঁধীজিকে অসুর বানিয়েছেন ! শাস্তি দেবে জনতা', অসুর-বিতর্কে মুখ খুললেন মমতা


উল্লেখ্য, বিজেপি-র নবান্ন অভিযান ঘিরে এর আগে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল শহরে। সেখানে লাঠিসোটা নিয়ে এক পুলিশ আধিকারিকের উপর কয়েক জন বিজেপি কর্মী চড়াও হন বলে অভিযোগ ওঠে। সংবাদমাধ্যমের ক্যামেরায় যে দৃশ্য ধরা পড়ে, তাতে ওই পুলিশ আধিকারিককে বেধড়ক মারধর, লাঠিপেটা করা হয়। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন ওই পুলিশ আধিকারিক। হাসপাতালে তাঁকে দেখতে যান তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। 


বিজেপি-র নবান্ন অভিযানে পুলিশ আধিকারিককে লাঠিপেটা করার অভিযোগ ওঠে


ওই পুলিশ আধিকারিককে দেখে বেরিয়ে অভিষেক জানিয়েছিলেন, পুলিশ অত্যন্ত সংযম দেখিয়েছে। তিনি হলে মাথায় গুলি চালানোর নির্দেশ দিতেন। অভিষেকের সেই মন্তব্য নিয়ে  কম বিতর্ক হয়নি। তবে মমতা এ যাবৎ সেই নিয়ে তেমন চাঁচাছোলা আক্রমণে যাননি। এ দিন পুলিশকে লাঠি মারার কথা বলে মমতা সেই ঘটনাই মনে করিয়ে দিলেন বলে জল্পনা শুরু হয়েছে।