সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া : পুরুলিয়ার (Purulia) বাঘমুণ্ডিতে বন দফতরের কার্যালয় চত্বর থেকে চুরি হয়ে গেল চন্দন গাছ। প্রতিবাদে ফরেস্ট বিট অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা (Locals Agitation)। বনদফতরের (Forest Department) অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বাঘমুণ্ডি থানা (Baghmundi Police Station)।


লক্ষাধিক টাকার চন্দন গাছ উধাও


পড়ে আছে শুধু গোড়া। রাতারাতি উধাও হয়ে গেছে লক্ষাধিক টাকার সুগন্ধী চন্দন গাছ। বনদফতরের অফিস-চত্বর থেকেই গোটা চন্দন গাছ মুড়িয়ে কেটে নিয়ে গেছে কেউ বা কারা! পুরুলিয়ার বাঘমুণ্ডিতে বনদফতরের নাকের ডগায় গাছ চুরির অভিযোগ ঘিরে তুলকালাম।


ঘটনা জানাজানি হতেই ফুঁসে ওঠেন আশেপাশের গ্রামের বাসিন্দারা। বাঘমুণ্ডির বুড়দা ফরেস্ট বিট অফিসে তালা ঝুলিয়ে দেখানো হল বিক্ষোভ। লক্ষাধিক টাকার চন্দন গাছ চুরিতে বনদফতরের গাফিলতির দিকেই আঙুল তুলছেন স্থানীয়রা। বাসিন্দারা ক্ষোভপ্রকাশের পাশাপাশি গোটা ঘটনার তদন্তের দাবি করেছেন, 'ফরেস্ট অফিসে লোক থাকা সত্ত্বেও কীভাবে গাছ চুরি হল। বন দফতরের লোকেরা কী করছিল। আমরা এর তদন্ত চাই।'


ধন্ধে বনদফতর


বনদফতরের অফিস চত্বর থেকে আস্ত একটা চন্দন গাছ চুরি হয়ে গেল, অথচ কেউ টেরই পেলেন না! গোটা ঘটনায় ধন্ধে পুরুলিয়া ডিভিশনের বন আধিকারিক। পুরুলিয়া ডিভিশনের বন আধিকারিক দেবাশিস শর্মা বলেছেন, 'গতকাল গভীর রাতে চন্দন গাছ কেটে নেওয়া হয়েছে। আমরা পুলিশকে খবর দিয়েছি। কারা এর সঙ্গে যুক্ত খোঁজ নিয়ে দেখছি।' বনদফতরের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বাঘমুণ্ডি থানা।


কিছুদিন আগেই জলপাইগুড়িতে জাতীয় সড়কের উপর উদ্ধার হয় কয়েক লক্ষ টাকার সেগুন কাঠ (Jalpaiguri News)। পুলিশ সূত্রে জানা যায়, কাঠ পাচার হচ্ছে বলে গোপন সূত্রে খবর এসে পৌঁছেছিল (TEak Wood)। সেই মতো, গোশালা মোড়ে জাতীয় সড়কে মোতায়েন ছিল জেলা পুলিশের এসওজি এবং পুলিশকর্মীরা। সেখানেই অভিযান চালিয়ে বহুমূল্য সেগুন কাঠ বোঝাই লরির নাগাল মেলে। এই ঘটনায় ভিন্ রাজ্যের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, সব মিলিয়ে প্রায় ১২ লক্ষ টাকার সেগুন কাঠ উদ্ধার হয়। কাঠ বোঝাই লরিতে ভারতীয় সেনাবাহিনীর স্টিকার প্রতীকী চিহ্ন লাগানো ছিল।


আরও পড়ুন- মালদার তৃণমূল নেতার আগ্নেয়াস্ত্র হাতে ছবি ভাইরাল, 'খেলনা বন্দুক' দাবি