কলকাতা: একদিকে প্রশ্নের মুখে বিরোধী জোট I.N.D.I.A ।মূলত লোকসভা নির্বাচনের আগে BJP বিরোধী I.N.D.I.A শিবিরে জোর ধাক্কা। আসন সমঝোতা নিয়ে টানাপোড়েনের জেরে বাংলায় একা লড়ার ঘোষণা করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ব্যাপারে কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই বলে যেমন জানিয়েছেন, তেমনই জানিয়েছন, নির্বাচনের পর পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। মমতার এই ঘোষণায় স্বাভাবিকভাবেই উত্তাল জাতীয় রাজনীতি। এহেন সময়ে  রাহুলের 'ন্যায়যাত্রার' মাঝেই উত্তরবঙ্গে মমতা বন্দ্যোাপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু এতো গেল বিরোধী জোটের অন্দরের কথা। এবার ফের মমতার নিশানায় বিরোধী দল। এবার আর বিজেপিকে চোর বলেই থেমে থাকলেন না, বড় প্রশ্ন তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'বিজেপি করলে সাদা, তৃণমূল করলে কাদা।' 


 এদিন মমতা বলেন,' বিজেপি করলে চোর ধরে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিচ্ছে। বিজেপি করলে সাদা, তৃণমূল করলে কাদা।' মূলত লোকসভা ভোটের বছরে ক্রমশ রাজনৈতিক দলগুলি একে অপরকে চোর বলে তোপ দাগার পরিমাণকে আরও বাড়িয়ে দিয়েছে। তার উপর একাধিক দুর্নীতি মামলায় নাম জড়িয়ে তৃণমূলের হেভিওয়েট নেতা-মন্ত্রীরা শ্রীঘরে। বলাইবাহুল্য এই যুক্তিকেই ঢাল বানিয়ে বিজেপির প্রায় অধিকাংশ সভাতেই শুভেন্দুদের মুখে তৃণমূলের 'সব নেতা চোর' বলে সম্বোধন করতে শোনা যাচ্ছে। সভার শেষে রীতিমত চিৎকারে ভাসছে 'চোর ধরো, জেল ভরো' স্লোগান। কিন্তু কথা হচ্ছে লোকসভা ভোটের দোরগড়ায় দাঁড়িয়ে একে অপরকে দোষারোপ করা ছাড়া কোনও মাস্টারস্ট্রোক কি নিতে দেখা যাবে এ রাজ্যে ? উত্তরটা সময়ই বলবে।


আরও পড়ুন, নামখানায় ৬ তৃণমূল নেতার হাতে BJP-র পতাকা তুলে দিলেন সুকান্ত


 সম্প্রতি, তৃণমূল সুপ্রিমো বলেন, 'আমি জানি বিজেপি সব জায়গায় বলে বেড়াচ্ছে, চোর-চোর-চোর। ওরা সবথেকে বড় চোর। লোকে বলছে অলি-গলিমে সোর হ্যায়, বিজেপি-কা সব চোর হ্যায়। বড় বড় ডাকাত, বড় বড় গুন্ডা, বড়বড় ক্রিমিন্যাল এজেন্সিদের প্রোটেকশনে আছে।এজেন্সিরা আজ বাঁচাচ্ছে। ওদের বাড়িগুলিতে অভিযান চালালে দেখবেন, তৃণমূল কংগ্রেস যা করেছে... বলে একটু থামেন। তারপর নিজের হাত তুলে বলেন, দেখুন আমার ৫ টা আঙুলের মধ্যে একটা আঙুল আমার কেটে যেতে পারে।  একটা ছোট্ট ঘটনার জন্য নিশ্চয়ই সবাই খারাপ নয়।আজ পর্যন্ত কেউ যদি আমায় বলেন, আমি চা খেয়ে পয়সা দিইনি, আমি ছেড়ে দেব। আমি যেদিন থেকে মুখ্যমন্ত্রী হয়েছি, এক পয়সাও মায়না নিই না। '