কলকাতা:  সদ্য রেশন দুর্নীতি মামলায় (Ration Scam) ইডির হাতে গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। ওদিকে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রীও। এদিকে ইতিমধ্যেই ৪দিন পার, সন্দেশখালিতে হামলার (Sandeshkhali Incident) মাস্টারমাইন্ড শাহজাহান (Sheikh Sajahan) এখনও অধরা! কেন্দ্রীয় বাহিনীর উপরে হামলা হওয়ায় স্বাভাবিকভাবেই ইস্যুটি নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। বলাইবাহুল্য লোকসভা ভোটের আগে চাপের মুখে শাসকদল (TMC)।আর এদিন জয়নগরে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


'চিটফান্ড নিয়ে এসেছিল সিপিএম, সিপিএমের কেউ গ্রেফতার হয়েছেন? ' 


'চিটফান্ডের নাম করে অনেককে গ্রেফতার করেছেন, মানুষের টাকা ফেরত দিলেন কোথায়? ২০১২-তে সারদার মালিককে গ্রেফতার করেছিলাম, ২০০ কোটি টাকা ফেরত দিয়েছিলাম। কেন্দ্রীয় এজেন্সিরা সব সম্পত্তি নিলেন, সেগুলো বেচে কি টাকা ফেরত দিয়েছেন। চিটফান্ড নিয়ে এসেছিল সিপিএম, সিপিএমের কেউ গ্রেফতার হয়েছেন? তৃণমূলকে দেখে ভয় পায়, তাই বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করে । তৃণমূল নেতানেত্রীদের গ্রেফতার করা হচ্ছে। ভোটের আগে এলাকা খালি করতে গ্রেফতার করা হচ্ছে', জয়নগরের প্রশাসনিক সভা থেকে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিকে 'ইডি গেলেই জন বিস্ফোরণ হবে', কেন্দ্রীয় এজেন্সির অভিযান নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য শোভনদেব চট্টোপাধ্যায়ের। 


'ভোটের আগে..'


চব্বিশেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। চলতি মাসের ২২ তারিখ রাম মন্দির উদ্বোধন হতে চলেছে। সম্প্রতি  আর জে ডি সাংসদ মনোজ ঝাঁ বলেছেন, '২২ জানুয়ারি পর্যন্ত হাইপার অ্যাক্টিভ থাকবে কেন্দ্রীয় এজেন্সি। যেকোনও কিছু ঘটতে পারে।' এদিকে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি অভিযান ঘিরে সন্দেশখালিতে দুষ্কৃতী তাণ্ডবের ভয়াবহ অভিযোগ উঠেছে। এদিন ইডি,সিআরপিএফ জওয়ান থেকে সংবাদমাধ্যম, রেহাই পায়নি কেউই।  গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করে বিস্ফোরক দাবি করেছেন    রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গত সপ্তাহে এই ঘটনার জন্য ইডি,সিআরপিএফ জওয়ানের উপর হামলার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কেই দায়ি করেন বিরোধী দলনেতা। 


আরও পড়ুন, করসেবক ছিলেন সেসময়, রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণ পেলেন আসানসোলের অভয়


প্রসঙ্গত, গত কয়েকমাসে ইতিমধ্য়েই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে এসেছেন শাসকদলের একের পর এক হেভিওয়েটরা। নিয়োগ দুর্নীতি তো বটেই, রেশন দুর্নীতি মামলা, গরুপাচার মামলায় একাধিক তৃণমূলের নেতারা জেলে গিয়েছেন। আর এবার সেই তালিকায় নতুন বছরে শঙ্কর আঢ্য।