কলকাতা : ফের কেন্দ্রের সমালোচনায় সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইউক্রেন ফেরত পড়ুয়াদের (Ukraine Returnee Students) জন্য কেন্দ্র কিছু করছে না বলে অভিযোগ তুললেন তিনি। তাঁর অভিযোগ, কেন্দ্র কিছু করবে না বলে দিয়েছে। এর পাশাপাশি রাজ্যের তরফে ইউক্রেন-ফেরত পড়ুয়াদের জন্য একাধিক ব্যবস্থার খতিয়ান তুলে ধরেন।


মুখ্যমন্ত্রী জানান, 



  • বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে (Private Engineering College) ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের পড়ার ব্যবস্থা করা হয়েছে। 

  • বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ২ জন ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার পড়ার ব্যবস্থা। বাকি চার জনের প্রসেসে আছে।

  • সরকারি ডেন্টাল কলেজে একজনের ইন্টার্নশিপের ব্যবস্থা

  • ষষ্ঠ বর্ষের ২৩ জন মেডিক্যাল পড়ুয়ার জন্য সরকারি কলেজে পড়ার ব্যবস্থা

  • চতুর্থ ও পঞ্চম বর্ষের ১৩৫ জন মেডিক্যাল পড়ুয়ার জন্য পড়ার ব্যবস্থা

  • ইউক্রেন ফেরত পড়ুয়াদের পড়ার জন্য চার্জ কমাতে বেসরকারি কলেজেগুলিতে অনুরোধ।


আরও পড়ুন ; চাকরিতে 'প্রতারণা', মেডিক্যাল কলেজের সামনে বিক্ষোভে বিজেপি


গত ১৬ মার্চ ইউক্রেন ফেরত পশ্চিমবঙ্গের ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের সঙ্গে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী। মাঝপথে পড়াশোনা ছেড়ে চলে আসা বাঙালি পড়ুয়ারা যাতে রাজ্যেই কোর্স শেষ করতে পারেন, সেই ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি। এই বিষয়ে, প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার, ফের কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "আমরা চেয়েছিলাম, কেন্দ্র-মেডিক্যাল কাউন্সিল থেকে অনুমতি দিক। তাহলে পড়াশোনার বিষয়টি করে দিতে পারব। কারণ ওরা কেরিয়ার হারিয়ে ফিরে এসেছে। কিন্তু কেন্দ্র কিছু করবে না বলে দিয়েছে। কেন্দ্র ইরেসপনসেবল হলে, আমরা তো পারি না।"


এই পরিস্থিতিতে রাজ্যের তরফে ব্যবস্থা গ্রহণের খতিয়ান তুলে ধরেন মমতা। পাশাপাশি কেন্দ্রকে খোঁচা দিয়ে বলেন, পড়ুয়াদের মানসিক অশান্তি দূর করার জন্য, কেন্দ্র যখন কিছুই করেনি, আমরা করলাম।