কলকাতা : মূল্যবৃদ্ধি (Price Hike) নিয়ে ফের কেন্দ্রকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। "তেল থেকে টোল সবকিছু বাড়াচ্ছে কেন্দ্র", এই ভাষাতেই ফের মোদি সরকারকে (Modi Government) আক্রমণ করেন মমতা। তিনি বলেন, ৮০০ ওষুধের দাম বাড়িয়েছে কেন্দ্র। ৬ মাস আগেই বাড়িয়েছিল ওষুধের দাম, আবার বাড়িয়েছে।"
বাড়ল জাতীয় সড়কে যাতায়াতের খরচ: আগামীকাল, বৃহস্পতিবার থেকে ৬ নম্বর জাতীয় সড়কে টোল ট্যাক্স বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বালিভাষা টোল প্লাজায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খড়গপুর থেকে ঝাড়গ্রামের চিচরা যাওয়ার ৬ নম্বর জাতীয় সড়কে বাড়ানো হয়েছে টোল ট্যাক্স। ছোট গাড়ির ক্ষেত্রে ৮০ টাকার বদলে এবার থেকে গুনতে হবে ১২৫ টাকা। ছোট বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রে টোল ট্যাক্সের পরিমাণ ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে। স্বাভাবিকভাবেই খরচ বাড়ায় মাথায় হাত নিত্যযাত্রীদের। সবমিলিয়ে, এই পরিস্থিতিতে আগামীদিনে রাজ্যের অন্যান্য জাতীয় সড়কগুলিতে টোল ট্যাক্স বাড়ানো নিয়ে তৈরি হয়েছে জল্পনা।
আরও পড়ুন ; মূল্যবৃদ্ধির ঝাঁঝে হেঁশেলে পা রাখাই দায়, কলকাতায় হাজারের গণ্ডি ছাড়াল LPG-র দাম
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে এমনিতেই টানা হ্যাঁচড়া চলছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে। আজ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১১৫ টাকা ১২ পয়সা। ডিজেলে লিটার প্রতি দাম ৯৯ টাকা ৮৩ পয়সা।
সম্প্রতি মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে জ্বালানির দামে মূল্যযুক্ত কর কমানোর কথা বলতে গিয়ে কর্নাটক, গুজরাত এবং বিজেপি শাসিত রাজ্যগুলির সঙ্গে বাকিদের তুলনা টেনেছিলেন প্রধানমন্ত্রী। অভিযোগ করেছিলেন যে, কিছু রাজ্য নিজেদের নাগরিকের সুবিধা দিতে কর ছাঁটায়ের ইতিবাচক পদক্ষেপ নিলেও, বাংলা, মহারাষ্ট্রের মতো রাজ্য সেই পথে হাঁটেনি। সেই কারণেই রাজ্যের মানুষকে ভুগতে হচ্ছে বলে দাবি করেন তিনি।
এর পাল্টা জবাবে বাংলার মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, একতরফা কথা বলে দেশবাসীকে বিভ্রান্ত করছেন মোদি। পেট্রোল-ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বাড়িয়ে কয়েক লক্ষ কোটি টাকা ঘরে তুলেছে তাঁর সরকার। আর যখন দেশবাসীকে রেহাই দেওয়ার কথা উঠছে, তখন বিরোধী-শাসিত রাজ্যগুলির ঘাড়ে দোষ ঠেলছেন। রাজ্য সরকারের বকেয়া টাকাও আজ পর্যন্ত কেন্দ্র মেটায়নি বলেও অভিযোগ করেন মমতা।
এই পরিস্থিতিতে দিনকয়েক আগে কলকাতায় হাজারের গণ্ডি পার করে রান্নার গ্যাসের দাম (LPG Price Hike)। ৫০ টাকা বেড়ে প্রতি ১৪.২ কেজি সিলিন্ডারের দাম হয় ১ হাজার ২৬ টাকা। ২০১৪-র পর ২০২২, আট বছর পর ফের হাজারের গণ্ডি পেরোল এলপিজি-র দাম। যদিও সেইসময় ভর্তুকির পরিমাণ বেশি (LPG Subsidy) হওয়ায় সাধারণ মানুষের ওপর চাপ কম পড়েছিল। এবারে ভর্তুকির পরিমাণ কম হওয়ায় চাপ অনেক বেশি বেড়েছে (Cooking Gas Price)।