আশাবুল হোসেন, কলকাতা : শেষ মুহূর্তে নির্ধারিত পাহাড় সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Chief Minister Mamata Banerjee)। করমণ্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় (Coromandel Express Derailed) মৃতদের দেহ বাড়িতে পৌঁছনোয় অগ্রাধিকার, নিখোঁজদের অনুসন্ধান প্রক্রিয়াতেও তদারকি বজায় রাখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আপাতত ৩ দিনের নির্ধারিত সফর বাতিল করে পরে নতুন করে সাজানো হবে মুখ্যমন্ত্রীর পাহাড় সফর, খবর সূত্রের।
সোমবারই তিনদিনের সফরে আজ দার্জিলিং (Darjeeling) যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। পাহাড়ে শিল্প সম্মেলন সহ একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনায় রাজ্যে অনেক নিহতের দেহ এখনও তাঁদের বাড়িতে পৌঁছয়নি। অনেক আহত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি এখনও অনেকেই নিখোঁজ। তাই এই বিষয়গুলিকে দ্রুত আগে সুষ্ঠুভাবে সম্পন্ন করাকেই অগ্রাধিকার দিতে চায় রাজ্য সরকার। এই ব্যবস্থাপনাগুলির বিষয়ে মুখ্যমন্ত্রী স্বয়ং তত্ত্বাবধান করতে চাইছেন। তাই আপাতত এই বিষয়গুলির কথা মাথায় রেখেই পাহাড় সফর বাতিল করার সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়গুলি সম্পন্ন হলে তারপরই নতুনকরে সফরসূচি তৈরি করে পাহাড় সফরে যাবেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, বালেশ্বর যেন সাক্ষাৎ মৃত্য়ুপুরী। বাংলার ৮৬ জনের মৃতদেহ শনাক্ত করা গেলেও, এখনও অনেকের দেহ শনাক্ত হয়নি। মর্গে পরিচয়হীন মৃতদেহর স্তূপ জমে। ভূবনেশ্বর এইমসে ১০০ জনের দেহ! মৃতদের ডিএনএ-র নমুনা সংরক্ষণ করে রাখা হচ্ছে। নসি বিজনেস পার্কে চলছে দেহ শনাক্তকরণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রসঙ্গে জানিয়েছেন, বাংলার ৬২ জনকে মৃত হিসেবে চিহ্নিত করা গিয়েছে। ১৮২ জনের মৃতদেহ এখনও শনাক্ত করা যায়নি।
আরও পড়ুন- বিদেশযাত্রার পথে বিমানবন্দরে আটকানো হল অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে
ভুবনেশ্বর এইমসে এখনও রয়েছে ১৬০ জনের অসনাক্ত দেহ। তারমধ্যে ১০০ জনের দেহ এইমসেই সংরক্ষণ করে রাখা হয়েছে। মৃতদের ডিএনএ-র নমুনাও সংরক্ষণ করে রাখা হচ্ছে। কটকে মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন ১৯৩ জন। দুর্ঘটনার পর ২৭০ জনকে নিয়ে আসা হয়েছিল বালেশ্বর হাসপাতালে। তার মধ্যে হাসপাতালে আনার পথেই মৃত্যু হয় ২০ জনের। এখনও বিভিন্ন জায়গা থেকে পরিজনদের খোঁজে, ছবি হাতে হাসপাতালে হাসপাতালে ঘুরছেন বহু মানুষ।
আরও পড়ুন: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?