মিলান : গোল খুঁজে পাওয়ার ঈশ্বরিক ক্ষমতা। আর চেনা রাজকীয় মেজাজ। কথায় হোক বা মাঠে ফুটবল পায়ে, জলাটান ইব্রাহিমোভিচ (Zlatan Ibrahimovic) মানেই চর্চার হট-টপিক। ক্লাবপর্যায়ের ম্যাচ হোক বা সুইডেনের জার্সিতে আন্তর্জাতিক মঞ্চে লড়াই, ইব্রা মানেই আলোচনা। সেই বর্ণময়, ট্রফিসজ্জিত ফুটবল কেরিয়ারে শেষমেশ ইতি টানলেন ইব্রাহিমোভিচ। ৪১ বছর বয়সে। চোট-আঘাতের থাবা বেশ কিছুদিন ধরেই ভোগাচ্ছিল বড় চেহারার স্ট্রাইকারকে। শেষপর্যন্ত তাই ঘরের মাঠে এসি মিলানের শেষ ম্যাচের শেষে ফুটবলকে অবসর জানানোর সিদ্ধান্ত জানিয়ে দিলেন ইব্রা।


আর অবসর ঘোষণাতেও রইল চেনা ইব্রা- সুলভ ঔদ্ধত্য। আবেগপ্রবণ বার্তায় সান সিরোকে সাক্ষী রেখে সুইডিশ সুপারস্টার বলে রাখলেন, 'ফুটবলকে বিদায়, আপনাদের নয়।' চলতি মরসুমের শেষেই এসি মিলানের সঙ্গে চুক্তি শেষ হচ্ছিল তাঁর। তবে তা নবীকরণ বা নতুন কোনও চ্যালেঞ্জ নয়, শরীরের সমস্যার জেরে বুটজোড়া এবার তুলেই রাখলেন ইব্রাহিমোভিচ। ভবিষ্যতে কি কোনও ক্লাবের কোচ বা ম্যানেজমেন্টের দায়িত্ব সামলাতে দেখা যাবে তাঁকে ? আপাতত সেই উত্তর অবশ্য মেলেনি। ১৪ টি খেতাব সহ ক্লাবপর্যায়ে মোট ৩৪ টি ট্রফি জিতেছেন ইব্রা।


এসি ও ইন্টার মিলান, প্যারিস সাঁ জাঁ ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে চার দেশের সেরার খেতাব রয়েছে ইব্রার ঝুলিতে। ক্লাবপর্যায়ে করেছেন ৫১১ গোল। ২০২০ সালে এসি মিলানে ফিরে ফের সিরি আ জিততে ইতালির ক্লাবকে সাহায্য করেছিলেন ইব্রা। যা মিলানের ক্লাবটি শেষ জিতেছিল ২০১১ সালে। যদিও চোট আঘাতের জেরে গত মরসুমে কার্যত হাতে গোনা ম্যাচেই খেলতে পেরেছিলেন তিনি। 


আরও পড়ুন- বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় পরিবার হারানো শিশুদের বিনামূল্য়ে শিক্ষার দায়িত্ব নিচ্ছেন সহবাগ


সুইডেনের জাতীয় দলেরও সর্বকালের সর্বোচ্চ স্কোরার জলাটান ইব্রাহিমোভিচ। আন্তর্জাতিক মঞ্চে ১২২ ম্যাচে ৬২ গোল রয়েছে ইব্রার। ১৯৯৯ সালে নিজের শহরের মালমো ক্লাবে কেরিয়ার শুরু ইব্রার। ২০০১ সালে আয়াক্স আমস্টারডামে যোগ দেন। ২০০৪ সালে জুভেন্টাস ও ২০০৯ সালে বার্সেলোনায় যোগ। খেলেছেন পিএসজি, ম্যান ইউ ও লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিতেও।


 






আরও পড়ুন: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?