কলকাতা: কমে যাচ্ছে কর্মসংস্থান, বাড়ছে বেকারত্বের থাবা- এমন অভিযোগ তুলে মোদি (Narendra Modi) সরকারের লাগাতার নিশানা করছে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল। আবার বাংলায় কর্মসংস্থানের (Employment) হাল খারাপ বলে অভিযোগ তুলে বারংবার রাজ্যের তৃণমূল সরকারকে (TMC) কাঠগড়ায় তুলছে বিজেপি থেকে শুরু করে কংগ্রেস-সিপিএমের মতো বিরোধী দল। বুধবার,  বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের (Bengal Global Business Summit ) দ্বিতীয় দিনে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কর্মসংস্থান নিয়েও মুখ খুললেন। তিনি বললেন, 'ভারতে কমেছে কর্মসংস্থান, বাংলায় বেড়েছে কর্মসংস্থান।' শুধু তাই নয়, বাংলায় ৪২ শতাংশ কর্মসংস্থান বেড়েছে বলেও দাবি করেন তিনি। আর তার সঙ্গেই এদিন তাঁর মুখে বারবার ঘুরে ফিরে এসেছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের কথা, সেই শিল্পক্ষেত্রে কর্মসংস্থানের কথা।

  


তিনি বলেন, 'আজ ক্ষুদ্র ও কুটির শিল্পের দিন। রাজ্যে ৯০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী আছে। চর্ম শিল্প ১০ লক্ষ কর্মসংস্থান তৈরি করেছে।' ক্ষুদ্র ও কুটির শিল্পের ভূয়সী প্রশংসার পাশাপাশি, শিল্পপতিদের সমর্থনেও সুর চড়ান তিনি। নিশানা করেছেন কেন্দ্রের বিজেপি সরকারকে। শিল্পপতিদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির অভিযান নিয়ে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, শিল্পপতিদের গলা টিপে ধরছে এজেন্সি। করের বোঝা চাপিয়ে দেওয়া নিয়েও অভিযোগ করেন তিনি।


এদিন শিল্পে বিনিয়োগের পরিসংখ্যানও রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, '৬টি অর্থনৈতিক করিডর তৈরির জন্য আমরা প্রস্তুত। ১৮৮ টি মউ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।' ৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটির টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে জানান তিনি। তাঁর মন্তব্য, 'বাংলা-ই গন্তব্য, সুযোগ কিন্তু বারবার আসে না।'


চলতি বছরের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের দ্বিতীয় দিনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ক্যাশলেস প্রক্রিয়ায় অর্থনীতির কোনও উন্নয়ন হয় না।' যা প্রকৃতপক্ষে মোদি-সরকারের ডিজিটাল-ইন্ডিয়াকে আক্রমণ। মুখ্য়মন্ত্রীর মতে অর্থনীতির সামগ্রিক উন্নয়নে গ্রামের বিশেষ ভূমিকা রয়েছে। নগদহীন লেনদেন দরিদ্র,আর্থিক ভাবে পিছিয়ে পড়া বাসিন্দাদের পক্ষে সুবিধাজনক নয় বলে অনেকের দাবি। মুখ্যমন্ত্রী কার্যত সেই দাবিকেই মান্যতা দিয়ে এদিন নগদহীন লেনদেনকে নিশানা করেন।                                     


আরও পড়ুন; এবার কলকাতায় জোড়া ওয়ার্ল্ড ট্রেড সেন্টার! BGBS-এ হল MoU