কলকাতা: ভোটের মুখে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) একটি মন্তব্যে নিয়ে তুমুল বিতর্কের সূত্রপাত বঙ্গ রাজনীতিতে। বৃহস্পতিবার চালসার একটি হোটেলে যাওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে উঠেছিল চোর স্লোগান। সেই সময় মঙ্গলবাড়ি বাজারে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে পথসভা করছিল বিজেপি। অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় দেখা মাত্রই রাস্তার ধারে দাঁড়িয়ে ‘চোর’ কটূক্তি করেন বিজেপি কর্মীরা। আর মঙ্গলবার, ময়নাগুড়ির সভা থেকে, এই নিয়ে বিক্ষোভকারীদের তুলোধনা করলেন তিনি।
এদিন মমতা বলেন, 'এতবড় সাহস, আমার গাড়িকে দেখে বলছে চোর চোর। সুযোগ থাকলে জিভটা আমি টেনে নিতাম। ইলেকশন বলে কিছু বলিনি। ইলেকশন না থাকলেও আমি জিভ টেনে নেওয়ার কথা বলব না। এতো মোদি করে। বেছে বেছে দেখে নেব।বেছে বেছে সবাইকে জেলে ভরে দেব। যদি আপনি জিততেন তাহলে কি একথা বলতেন? নিশ্চয়ই বলতেন না। একথা শোভা পায় না। আমি যদি করতাম করতে পারতাম কিন্তু আমি ওটা করব না।'
তিনি আরো বলেন, 'চোর বললে বলবেন, গলি গলি মে শোর হ্যায় বিজেপি চোর হ্যায়। অলি গলি মে শোর হ্যায়...ওয়াশিং মেশিন মে চোর হ্যায়। ' মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়েই সরগরম রাজ্য রাজনীতি। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ' এটা একটা মুখ্যমন্ত্রীর মুখের ভাষা! তাহলে দেখুন কারা সরকারে ক্ষমতায় আছে।'
এর আগেও মুখ্য়মন্ত্রীর মুখে 'আপত্তিকর' ভাষা, নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছিল বিজেপি। চিঠিতে বলা হয়েছিল, মুখ্য়মন্ত্রীর মুখে এমন ভাষা হতবাক করে দেয়, বিশেষত যখন তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে কিছু বলছেন। চিঠিতে আরও বলা হয়েছিল, কমিশনকে সমপূর্ণ অবজ্ঞা ও অসম্মান করে, আপত্তিকর শব্দ ব্যবহার করছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সেবার মাথাভাঙায়, নির্বাচনী সভায় মুখ্য়মন্ত্রীর বক্তব্য়ে একটি শব্দ নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। পরেই অবশ্য মমতা বলেছিলেন, দুঃখিত, আমি শব্দটি প্রত্য়াহার করে নিচ্ছি। আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে। রাগের চোটে। রাগ শান্ত করা উচিত!
আর এবার 'সুযোগ থাকলে জিভটা টেনে নিতাম' মন্তব্য নিয়ে তোলপাড় রাজনীতির ময়দান।
আরও পড়ুন, লোকসভা নির্বাচনে রেকর্ড আসনে জয় বিজেপির? কত আসন পেতে পারে কংগ্রেস? কী বলছে সমীক্ষা?