অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: ভোটে জয়ের পরেই উল্টোডাঙার আবাসনে তৃণমূলের মিছিল (TMC Rally In Ultodanga Apartment), ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী (Mamata Banerjee Aggrieved)। তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন আবাসনে গিয়ে ক্ষমা চাইতে নির্দেশ মুখ্যমন্ত্রীর। ভোটে জয়ের পরেই উল্টোডাঙার আবাসনগুলিতে তৃণমূলের অটো-বাইক মিছিল। ডিজে বাজিয়ে ৩টি বহুতলে কয়েকশো বাইক-অটো নিয়ে তৃণমূলের মিছিল। 'শান্তি কে আছে, কেন এরকম হবে?', নবান্নে মানিকতলা নিয়ে বৈঠকে প্রশ্ন ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়, খবর সূত্রের।


বিশদ...
এদিন বৈঠক চলাকালীনই মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, 'এখানে শান্তি কে?' কাউন্সিলর সামনে এলে তাঁকে নির্দেশ দেওয়া হয়, উল্টোডাঙার আবাসনের ঘটনার পর সেখানে তাঁকে গিয়ে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি স্থানীয়দের এই বার্তাও দিতে হবে, যে তাঁদের উন্নয়নেই কাজ করবে প্রশাসন। সূত্রের খবর, একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের ঘটনা কেন ঘটল, সে প্রশ্ন তুলে কাউন্সিলরকে ভর্ৎসনা করেন। অন্য দিকে, তাঁর স্পষ্ট বার্তা ছিল, আবাসনের প্রত্যেক বাসিন্দার বাড়িতে গিয়ে দরজার কড়া নেড়ে বলে আসতে হবে, সেদিন যা হয়েছিল, ঠিক হয়নি। এই ধরনের কোনও কিছু যে বরদাস্ত করা হবে না, সে কথাও স্পষ্ট বলে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর তরফে। শুধু এই ঘটনা নয়, কসবায় দলের দুই কাউন্সিলরের মধ্যে সংঘাতের বিষয়টি নিয়েও অত্যন্ত ক্ষোভপ্রকাশ করেন মমতা। 


কসবার ঘটনা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী...
কসবার ঘটনায় যে ভাবে দুই কাউন্সিলরের সংঘাত সামনে এসেছে, তাতে পুলিশকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, দুই কাউন্সিলরের মধ্যে যে অশান্তি হচ্ছে তা কোনও মতেই বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রী আরও জানান,  পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, দলের কেউ যদি এই ধরনের গুন্ডামি করে, তা হলে সেটিও যেন বরদাস্ত না করা হয়। পুলিশ যা উচিত বলে মনে করবে, সেটিই করা হবে আরও জানান মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, গত কাল, সোমবার, কসবায় চরমে ওঠে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। দুই কাউন্সিলরের অনুগামীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বোমাবাজি, গুলি চলারও অভিযোগ রয়েছে। ঘটনাস্থল থেকে কার্তুজের খোল মেলে, ৫ জনকে গ্রেফতারও করা হয়। পুলিশের সামনেই এক মহিলার মুখ ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ হয়। কসবা থানায় অভিযোগও দায়ের হয়েছে।


আরও পড়ুন:'দাদাগিরি' করছেন দেব, রাজনীতিতে বাড়াবাড়ি করছেন? হঠাৎ নায়কের উপর খাপ্পা মদন