পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘিরে হইচই বাঁকুড়া শহরে (Bankura Youth Death)। অতিরিক্ত গরমেই কি এই মৃত্যু? প্রাথমিক ভাবে এমনই ধারণা বাঁকুড়া পুরসভার। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। মৃতের  নাম শোভন পূজারী।


যা জানা গেল...
স্থানীয় সূত্রে খবর, পেশায় টোটো চালক শোভন বাঁকুড়ার ইন্দপুর ব্লকের পায়রাচালি গ্রামের বাসিন্দা হলেও বাঁকুড়া ১ নম্বর ব্লকের আঁচুড়ি এলাকায় এক আত্মীয়ের বাড়িতে থাকতেন। প্রত্যেক দিনের মতো মঙ্গলবারও টোটো নিয়ে বাঁকুড়া শহরে যান তিনি। প্রবল গরমে টোটো চালাতে গিয়ে তৃষ্ণার্ত হয়ে বাঁকুড়া শহরের পাঁচবাগা এলাকার একটি নলকূপে জল পান করেছিলেন শোভন, জানা গিয়েছে সে কথাও। এর পরই অসুস্থ হয়ে পড়েন ওই যুবক। বাঁকুড়ার উপ পুরপ্রধান হীরালাল চট্টরাজ সহ স্থানীয় বাসিন্দারা ওই অসুস্থ অবস্থায় তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করেন। বাঁকুড়া পুরসভার উপ পুরপ্রধানের দাবি, অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোকে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। স্থানীয় বাসিন্দা ও মৃতের আত্মীয়দের দাবী, অতিরিক্ত গরমেই মারা গিয়েছেন শোভন। বাঁকুড়া মেডিক্যল কলেজ কর্তৃপক্ষও হিট স্ট্রোকের সম্ভাবনা উড়িয়ে দিতে পারেনি। তবে মেডিক্যাল কলেজের দাবী ময়না তদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। 


প্রেক্ষাপট...
তীব্র গরমে যে দেশের নানা প্রান্তে মৃতের সংখ্য়া বাড়ছে, সে ধারা আগেই নজরে এসেছিল। গত মাসের একেবারে শেষ দিনে, ওডিশার প্রশাসন যেমন দাবি করেছিল যে হিটস্ট্রোকে অন্তত ১৪ জনের প্রাণ গিয়েছে। তীব্র গরমের জেরে গত এপ্রিলের শেষ দিনে অসুস্থ হয়ে মারা যান দমদমের এক বাসিন্দা। বড়বাজারে ওই ঘটনা ঘটে। পরিবারের দাবি, সানস্ট্রোকে মারা গিয়েছেন ওই ব্যক্তি। দিন নয়-দশ আগে ওডিশায় ভয়ঙ্কর পরিস্থিতি হয়। জানা যায়, শেষ ৪৮ ঘণ্টায় অন্তত ৫৪ জন সেখানে গরমের কারণে প্রাণ হারিয়েছেন। তাপপ্রবাহের জেরেই এই মৃত্যু, দাবি পরিবারের। যদিও প্রশাসন সে পর্যন্ত দাবি করেছিলেন, গরমে মৃত্যুর আসল সংখ্য়া ৯। তাপপ্রবাহের জেরে মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের বৈঠক হয় রাজ্যে। মুখ্যসচিবের তরফে জেলসাশাসকদের তাপপ্রবাহ সতর্কতা জারি করতে এবং সেই মতো ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়।


 


আরও পড়ুন:ঘোষিত তারিখের ৩ দিন আগে পিছিয়ে গেল মুক্তি! কী কারণ? জানালেন 'কালিয়াচক চ্যাপ্টার ১' পরিচালক রাতুল মুখোপাধ্যায়