কলকাতা: কথা ছিল ১৪ জুন প্রেক্ষাগৃহে হাজির হবে পরিচালক রাতুল মুখোপাধ্যায়ের (Ratool Mukherjee) নতুন ছবি 'কালিয়াচক চ্যাপ্টার ১' (Kaliachak Chapter 1)। কিন্তু মুক্তির ঠিক ৩ দিন আগে জানা গেল পিছিয়ে যাচ্ছে মুক্তির তারিখ। কী এমন হল? এবিপি লাইভের (ABP Live) তরফে যোগাযোগ করা হয় পরিচালকের সঙ্গে। কী কারণ জানালেন রাতুল?


পিছিয়ে গেল 'কালিয়াচক চ্যাপ্টার ১' মুক্তির তারিখ, কেন?


আজ মঙ্গলবার, ১১ জুন, 'কালিয়াচক চ্যাপ্টার ১' মুক্তির ঠিক ৩ দিন আগেই নির্মাতাদের তরফে ঘোষণা করা হল পিছিয়ে যাচ্ছে মুক্তি। 'অপ্রত্যাশিত' কারণে ছবির মুক্তি পিছোচ্ছে, এমনই খবর প্রযোজনা সংস্থা সূত্রে।


এবিপি লাইভের তরফে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও বলেন, 'একেবারেই অপ্রত্যাশিত কিছু প্রযুক্তিগত কারণের জন্য পূর্বঘোষিত ১৪ জুন রিলিজ করা যাচ্ছে না 'কালিয়াচক চ্যাপ্টার ১'। তবে সেই সমস্যা দ্রুত মিটিয়ে ফেলার চেষ্টা চলছে। যেভাবে আমরা প্রতিটি গান মুক্তির পর, ট্রেলার মুক্তির পর মানুষের ভালবাসা পেয়েছি, তাতে আমি ও আমাদের গোটা টিম দর্শকের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। মুক্তির তারিখ বদলাচ্ছে, সেটা তাঁদের জানানো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। তবে খুব শীঘ্রই বড়পর্দায় আসছে 'কালিয়াচক চ্যাপ্টার ১'।' সূত্রের খবর, হয়তো এই মাসের শেষে বা জুলাইয়ের শুরুতেই মুক্তি পাবে ছবি। ২-৩ দিনের মধ্যেই ঘোষণা করা হতে পারে ছবি মুক্তির নতুন তারিখও।


এদিন প্রযোজনা সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে লেখা হয়, 'আমরা জানি আপনারা কালিয়াচক চ্যাপ্টার ওয়ান হলে গিয়ে সপরিবারে দেখার অপেক্ষায় আছেন, আমরা কথা দিচ্ছি যে আপনাদের অপেক্ষা সার্থক হবে। খুব শীঘ্রই আমরা আমাদের নতুন রিলিজ ডেট ঘোষণা করব। ততক্ষণ আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন কালিয়াচক চ্যাপ্টার ওয়ানের গান ও দেখতে থাকুন ট্রেলার।'




আরও পড়ুন: Shatrughan Sinha on Sonakshi Wedding Rumours: 'আজকাল ছেলেমেয়েরা অনুমতি চায় না', মেয়ের বিয়ের গুঞ্জনে মুখ খুললেন শত্রুঘ্ন, 'আর গায়ে লাগে না', মন্তব্য সোনাক্ষীর!


'সাঁই বাংলা ফিল্মস' এবং নয়ন রাজের প্রযোজনায় রাতুলের ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাঁর স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। ট্রেলারেই জানা যায় কালিয়াচক নামক স্থানের একদল বাসিন্দার কাজকর্মের গল্প বলবে এই ছবি। লোভ, হিংসা, প্রতিশোধ, খুন, রক্তের মোড়কে তৈরি ট্রেলারে রুদ্ররূপে দেখা মেলে রূপাঞ্জনার। শক্ত হাতে দুষ্টের দমন করতে পারবেন তিনি? ছবিতে অভিনয় করবেন, নবাগত অসীম, পার্থসারথী, দেবপ্রসাদ হালদার, দেবপ্রতীম দাশগুপ্ত, প্রতীশ ঘোষ প্রমুখ। অতনু তানুজ ঘোষের লেখা চিত্রনাট্যে তৈরি ছবিটি। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।