কলকাতা : ইমাম-মোয়াজ্জেমদের সভা থেকে সোমবারই তাঁদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিল পুরোহিতদের ভাতা বৃদ্ধির ঘোষণাও। আর ঠিক তাঁর পরের দিন দুর্গাপুজোর (Durga Puja 2023) কমিটিগুলোর সঙ্গে বৈঠকে ফের দরাজহস্ত হলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। পুজো কমিটিপিছু চলতি বছরে ৭০ হাজার টাকা করে অনুদানের কথা ঘোষণা করেন তিনি। পাশাপাশি সভামঞ্চ থেকেই কেন ইমাম-পুরোহিতদের ভাতা রাজ্য সরকার বাড়াল, সেই ব্যাখ্যাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।


মুখ্যমন্ত্রী বলেছেন, 'অনেকে ইমামভাতা, পুরোহিত ভাতা নিয়ে প্রশ্ন তোলেন, ওরা অনেক কাজ করেন। কোথাও হিংসার ঘটনা ঘটলে, ইমাম গিয়ে তা মেটান। কমিউনিটি ডেভেলপমেন্টেও কাজ করেন।' প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতায় আসার পরের বছরই ২০১২ সালে ইমাম-মোয়াজ্জেমদের ভাতা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। এরপর, ২০২০-র অক্টোবর থেকে পুরোহিতদেরও মাসিক ভাতার ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি মাসে সনাতনী দরিদ্র ব্রাহ্মণ পূজারীদের ১ হাজার টাকা করে ভাতা দেওয়া হত। ভাতা বাড়ার ফলে এবার থেকে ইমামদের মাসিক ভাতা বেড়ে হল ৩ হাজার টাকা, মোয়াজ্জেম ও পুরোহিতদের ভাতা বেড়ে হল দেড় হাজার টাকা।


যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতাবৃদ্ধির ঘোষণা করলেও তাতে খুশি নয় ইমামদের (Imam) একাংশ। বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহম্মদ ইয়াহিয়া বলেছেন, 'মমতা বন্দ্য়োপাধ্য়ায় যে ঘোষণা করেছেন, বাংলার ইমামরা এটাতে খুশি নয়। আপনারা খেয়াল করেছেন, মুখ্য়মন্ত্রীর ঘোষণার সঙ্গে সঙ্গেই পুরো স্টেডিয়াম খালি হয়ে গেছে। ইমাম সাহেব এবং মোয়াজ্জেমরা এব্য়াপারে একেবারেই খুশি হননি। মুখ্য়মন্ত্রীর কাছে অনুরোধ রাখছি, ইমামদের জন্য় ২ হাজার ৫০০ টাকা এবং মোয়াজ্জেমদের জন্য় ১ হাজার টাকা বাড়ান।'


এদিকে, এরইমধ্য়ে, মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগে সরব হয়েছে বিজেপি (BJP)। এরাজ্য়ে বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য় সোশ্য়াল মিডিয়ায় লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নির্লজ্জভাবে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করছেন। সোমবার পশ্চিমবঙ্গে মুসলিম ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে, তিনি ইমাম ও মোয়াজ্জেমদের ৫০০ টাকা করে ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেন। পরে চিন্তাভাবনা করে, পুরোহিতদেরও সেই তালিকায় যুক্ত করা হয়।


আরও পড়ুন- দুর্গাপুজোর বিসর্জন করা যাবে কোন দিনগুলোতে, কবে কার্নিভাল, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial