কলকাতা : মাঝে আর মাত্র ২ মাস। বাঙালি সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। যার কার্যত ঢাকে কাঠি পড়ে গিয়েছে। এরমাঝেই চলতি বছরে দুর্গাপুজোর কার্নিভাল কবে আয়োজিত হবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। চলতি বছরের ২৭ অক্টোবর রেড রোডে হবে দুর্গাপুজোর কার্নিভাল (Durga Puja Carnival)। পাশাপাশি পুজো কমিটিগুলো কবে ঠাকুর বিসর্জন করতে পারবে, সেই দিনগুলোও জানিয়ে রেখেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।


নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) দুর্গাপুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, বিজয়া দশমীর দিন অর্থাৎ ২৪ অক্টোবর, একাদশী তথা ২৫ অক্টোবর ও দ্বাদশী তথা ২৬ অক্টোবর দুর্গাপুজোর বিসর্জন করতে পারবে পুজো কমিটিগুলো। যার পরের দিন অর্থাৎ ২৭ অক্টোবর রাজ্য সরকারের তরফে কার্নিভালের আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত, চলতি বছরে পুজো ২০ থেকে ২৪ অক্টোবর। মহালয়া ১৪ অক্টোবর। 


এদিকে, এবারে রাজ্য সরকারের (West Bengal Government) পক্ষ থেকে পুজো কমিটি পিছু এবার ৭০ হাজার টাকা অনুদান দেওয়া হবে বলেই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে পুজো কমিটিগুলিকে ৭০ হাজার টাকা অনুদান। বিদ্যুতের বিল এক চতুর্থাংশ মকুব, ঘোষণা মুখ্যমন্ত্রীর। পাশাপাশি পুজো ও বিসর্জন নিয়ে কমিটিগুলোকে বেশ কিছু নিয়মকানুন মেনে চলার বার্তাও দেন মুখ্যমন্ত্রী। যেমন বিসর্জনের জায়গায় স্থানীয় প্রশাসনকে আলোর ব্যবস্থা রাখতে হবে। আপদকালীন পরিস্থিতি সামলানোর ব্যবস্থা, হাতের কাছে চিকিৎসক, নার্সদের রাখার বার্তাও দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে পুজো কমিটিগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম জোরদার করতে হবে। 


মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'পুজো শুধু পুজো নয়, গরিব মানুষের আয়েরও উপায়। এখন পুজো থেকে আয় বেড়ে প্রায় ৬০ হাজার কোটি টাকা হয়েছে। বাংলায় প্রায় ৪০ হাজার পুজো হয়, এর মধ্যে কলকাতায় ৩ হাজার। দুর্গাপুজোয় ২৪ ঘণ্টা পুলিশ কন্ট্রোলরুম থাকে, নারী নিরাপত্তা যেন সুরক্ষিত থাকে। বোনেদের রক্ষা করার দায়িত্ব ভাইদের। ভিড় নিয়ন্ত্রণে সবরকম ব্যবস্থা নিতে হবে'।             


আরও পড়ুন- 'সবথেকে বেশি দুষ্টুমি করে, ট্রান্সপোর্ট ব্লক হলে তোমাকে ব্লক করব' দুর্গাপুজো নিয়ে সুজিত বসুকে 'বার্তা' মুখ্যমন্ত্রীর


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial