বর্ধমান: নিয়োগ দুর্নীতি কাণ্ডে দীর্ঘদিন ধরে তোলপাড় হচ্ছে রাজ্য। নিয়োগের দুর্নীতির অভিযোগে তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা। একাধিক গ্রেফতারও হয়েছে। মুখ্যমন্ত্রী (Chief Minister) বারবার অভিযোগ করেছেন, আদালতে (Court) মামলা চলার কারণেই নিয়োগ প্রক্রিয়া (Job Recruitment) হোঁচট খাচ্ছে। বৃহস্পতিবার ফের তা নিয়ে মুখ খোলেন তিনি। বর্ধমানের (Purba Bardhaman) সভায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, 'নিজেরা চাকরি দেবে না, আর আমরা একটা চাকরির কথা বললেই, যে কেউ আদালতে যেতে পারে, আদালতের প্রতি আমার শ্রদ্ধা আছে। গিয়ে বলছে এটা অনিয়ম আছে, বন্ধ করে দাও।'
কেন এরকম করা হচ্ছে, তারও ব্যাখ্যা দিয়েছেন তিনি। মমতা বলেন, 'চালাকিটা হচ্ছে যাতে কেউ বাংলায় চাকরিটা না পায়।' কিন্তু চাকরি যে হবেই তারও আশ্বাস দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, 'চাকরিটা হবেই। আইন মেনেই হবে। কার কত ক্ষমতা আছে, চাকরি বন্ধ করবে, অনেক চাকরি হবে। চাকরি টাইম টু টাইম হবে।'
বাজেট নিয়ে ফের তোপ:
১ ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ করেছে কেন্দ্র। তারপরেই বাজেটের একাধিক বিষয় তুলে ধরে সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বর্ধমানের সভা থেকে ফের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'কেন্দ্রীয় সরকার একটা বাজেট করেছেন গতকাল আমি দেখেছি। বেকারদের জন্য একটি কথাও বলা হয়নি। বেকারদের জন্য একটি কথাও বলা হয়নি। একটি কথাও খরচ করা হয়নি। ইলেকশন আসলে বলে ২কোটি লোককে চাকরি দেব। আর ইলেকশন চলে গেলে ৪ কোটি লোকের চাকরি খেয়ে নেয়। কারণ সব ইন্ডাস্ট্রি বন্ধ।'
কেন্দ্রীয় দল নিয়েও তোপ:
আবাস যোজনা দুর্নীতি, ১০০ দিনের প্রকল্প নিয়ে নানা অভিযোগ উঠেছে। সেই বিষয়ে খোঁজ খবর নিতে রাজ্যে এসেছে কেন্দ্রের দল। তারা রাজ্যের নানা জেলায় ঘুরে ঘুরে পরিদর্শন করছে। এদিন মমতা বলেন, 'ছাড়পোকা কামড়ালেও সেন্ট্রাল টিম। কালীপটকা ফাটালেও সেন্ট্রাল টিম। কারও বাড়িতে লক্ষ্মীর ভাণ্ডার থাকলেও সেন্ট্রাল টিম। কে কী জামা-কাপড় পরেছে, তাই দিয়েও সেন্ট্রাল টিম। কে কোন জামা-কাপড় পরবে, সেটাও সেন্ট্রাল টিম। কে ডিম খাবে, নাকি আলুভাজা খাবে, তারজন্যও সেন্ট্রাল টিম। ১০০দিনের কাজের টাকা দিচ্ছ না কেন? পাঠাও সেন্ট্রাল টিম ইমিডিয়েট টাকা দিয়ে। আর তা নইলে জেনে রাখবে, বাংলা দুর্বার আন্দোলন গড়ে তুলবে।'
রাজ্যের পাওনা নিয়েও এদিন তোপ দাগেন তিনি। দ্রুত কেন্দ্র টাকা পাঠাক, দাবি মুখ্যমন্ত্রীর।
আরও পড়ুন: 'মুখ্যমন্ত্রী ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট বানান', প্রতিক্রিয়া দিলীপের