কলকাতা: কেন্দ্রের বাজেট ইস্যুতে (Budget) ইতিমধ্যেই বিস্ফোরক মন্তব্য প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কেন্দ্রের বাজেটে ধস নেমেছে শেয়ার বাজারের , প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী (CM)। তবে এর ঢের আগেই গতকাল নিশানা করেছেন রাজ্য তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dlip Ghosh)।
দিলীপ ঘোষ ফেসবুকে লিখেছেন, 'মুখ্যমন্ত্রী ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট বানান। তাই রাজ্যের এই আর্থিক অবস্থা। বাজেট করার জন্য তো টাকার দরকার হয়। রাজ্যের তো টাকাই তো নেই। সারাদিন টাকা নেই বলে কান্নাকাটি করছেন মুখ্যমন্ত্রী। আর বাজেট করবেন কী, তার দলের লোকেরাই সব লুটেপুটে খেয়ে নিচ্ছে।' প্রসঙ্গত, বৃহস্পতিবার বর্ধমানে প্রশাসনিক সভা করেন মমতা। আর সেখান থেকেই কেন্দ্রকে একহাত নেন তিনি। বাজেট নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, "দাঙ্গা, অত্যাচার, সন্ত্রাস ছাড়া কাজ নেই বিজেপি-র। অন্য রাজ্যগুলির দিকে তাকিয়ে দেখুন। আর সকাল থেকে সন্ধে, শুধু আমাকে গালাগালি দিয়ে বেড়াচ্ছে। আমি বলি, আমাকে যত ইচ্ছে গালাগালি দাও, দুই গালে থাপ্পড়ও মারতে পারো। কিন্তু মনে রাখবে, আমার মুখ বন্ধ করা যাবে না। আমি গরিব, সাধারণ মানুষ, ছাত্রযৌবন, হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টান-তফসিলি, সবার কথা বলি, বলব।'
আরও পড়ুন, 'ডিভিসি জল ছাড়লেই বন্যা হয়', বললেন মমতা
বাজেট প্রসঙ্গে এ দিন মমতা বলেন, ' বলে বেড়াচ্ছে, আয়করে আমরা ৫ লক্ষ থেকে ৭ লক্ষে স্ল্যাব বাড়ালাম আমরা। ভাল করে বলছি, শুনে রাখুন কী করে চালাকি করে এরা। মাছের তেলে মাছ ভেজেছে। সব কথার কারসাজি। বরং আপনার রোজগার আরও লঝঝড়ে করে দিয়েছে। যাঁরা আয়কর দেন, এলআইসি, পিপিএফ, ট্যাক্স সেভিং মিউচুয়াল ফান্ড মিলিয়ে দেড় ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পেতেন। সেটা আপনারা আর পাবেন না। স্বাস্থ্যবিমায় ছাড় পেতেন ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতেন, তা-ও আর মিলবে না। তাতে কত হল, ২ লক্ষ। জাতীয় পেনশন প্রকল্পে যে ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতেন, সেটাও আর পাবেন না। তাহলে কত হয়। করছাড়ের কথা বলে ধেই ধেই করে নাচতে শুরু করল। কিন্তু আসলে দুই দিয়ে কাটল আড়াই। আগামী দিনে কেন্দ্রের বিজেপি সরকার জীবন বিমা থেকে ব্যাঙ্ক, সব বন্ধ করে দেবে বলেও এ দিন দাবি করেন মমতা। তাঁর কথায়, 'এই সরকার বেশিদিন থাকলে সব ব্যাঙ্ক বন্ধ করে দেবে। যে ভাবে শেয়ার বিক্রি করা হচ্ছে, এলআইসি-ও উঠিয়ে দেবে আগামী দিনে। ব্যাঙ্কের এবং জনগণের টাকা দিয়ে দল এবং দলের কয়েক জন বিখ্যাত লোককে বাড়ানো হচ্ছে। আগামী দিনে ব্যাঙ্কে রাখা এবং বিমার টাকা পাবেন কিনা, জানা নেই।'