সন্দীপ সরকার, কলকাতা : তিন মাস আগে চোট পাওয়া বাঁ পায়ে ফের চোট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। স্পেন সফরের (Spain Tour) মধ্যেই ফের একই জায়গায় ব্যথা অনুভব করেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে এসএসকেএমে মুখ্যমন্ত্রীর এমআরআই, আল্ট্রাসোনোগ্রাফি করা হল। মুখ‍্যমন্ত্রীর বাঁ হাটুতে জমা ফ্লুইড বের করে দেওয়া হল এসএসকেএমে (SSKM)। আগামী ১০ দিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। নিয়ন্ত্রিত হাঁটাচলা করতে বলা হয়েছে। দেওয়া হয়েছে ব্যথা কমানোর ওষুধ এবং অ্যান্টিবায়োটিকও। আগামী কয়েকদিন বাড়ি গিয়ে পরীক্ষা করবেন চিকিৎসকরা।


SSKM হাসপাতাল সূত্রে জানা গেছে, আজকে মুখ্যমন্ত্রীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসার পরে তাঁর আল্ট্রাসোনোগ্রাফি এবং এমআরআই করা হয়। সেই রিপোর্টে দেখা যায়, তাঁর হাঁটুতে ফ্লুয়িড জমেছে। সেই সময় হাসপাতালের চিকিৎসকদের তিনি জানান, বিদেশ সফর চলাকালীন তিনি পায়ে ব্যথা অনুভব করছিলেন। সেই কারণে তিনি আজ হাসপাতালে এসেছেন। পরীক্ষা করে চিকিৎসকরা দেখতে পান, তাঁর পুরনো চোটের জায়গাতেই ফ্লুয়িড জমেছে। তাই কোনও রকম ঝুঁকি না নিয়ে মুখ্যমন্ত্রীকে উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনে রেখে সেখানে রেডিওলজি বিভাগের প্রধান এবং ক্রিটিক্যাল মেডিসিন বিভাগের প্রধানের উপস্থিতিতে ইউএসজি গাইডের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ইমেল আল্ট্রোসোনোগ্রাফি পদ্ধতির সাহায্য নিয়ে মুখ্যমন্ত্রীর পায়ে জমে থাকা ফ্লুয়িড কিছুটা বের করে দেন চিকিৎসকেরা। তার পরে সেখানে ক্রেপ ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। সামগ্রিক প্রক্রিয়া শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী যখন বের হন, তখন তাঁকে হাঁটতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছিল। আপাতত তাঁকে হাঁটুকে বিশ্রাম দিতে বলা হয়েছে। এই মুহূর্তে ফিজিও থেরাপির দরকার নেই। তার পরিবর্তে এসএসকেএম-এর চিকিৎসক দল আগামী তিন-চারদিন বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রীর পায়ের অবস্থা পরীক্ষা করে আসবেন। সেরকমই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এসএসকেএম সূত্রের খবর।


আজ প্রায় ৩ ঘণ্টা এসএসকেএমে ছিলেন মুখ্যমন্ত্রী। সেখান যান স্বাস্থ্যসচিব ও কলকাতার পুলিশ কমিশনার। মুখ্যমন্ত্রীর চিকিৎসা চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন এসএসকেএমের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়, রেডিওলজি বিভাগের প্রধান সমীরণ সামন্ত ও ফিজিকাল মেডিসিনের প্রধান রাজেশ প্রামাণিক।


প্রসঙ্গত, গত জুন মাসে উত্তরবঙ্গ থেকে ফেরার সময়, হেলিকপ্টার থেকে নামতে গিয়ে কোমর ও পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি, স্পেন সফরে গিয়ে সেই বাম হাঁটুতেই চোট পান তিনি।